আপনি ঘরের কাজ করে হয়রান, পায়ে পা তুলে বসে থাকেন স্বামী?
ODD বাংলা ডেস্ক: সময় এখন ২০২৩ সাল। আধুনিক যুগ, প্রযুক্তিনির্ভর জীবন-যাপন আমাদের। তবে এই সময়ে দাঁড়িয়েও সেই আদি যুগের কিছু ধারণা মনে বসে থাকে। এই পরিস্থিতিতে সতর্ক না থাকলে নিজেরই ক্ষতি। কারণ এখনো দেখা যায় যে স্বামী এই ঘরে রাজার মতো বাস করেন। কোনো কাজ করতে চান না।
বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম করে বিয়ে হয়। মানুষ মানুষকে ভালোবেসে, একসঙ্গে কিছুটা সময় কাটানোর পর বিবাহ বন্ধনে জড়িয়ে পড়েন। তবে এরপরও সমস্যা তৈরি হতে পারে জীবনে। এবার এমন পরিস্থিতির সঙ্গে লড়াই তো আপনাকে করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনো কিছু পুরুষ রয়েছেন যারা ঘরের কাজ করতে চান না। এবার ঘরের কাজ না করার কারণে অনেক ক্ষেত্রেই জটিলতা তৈরি হয়। নারীরা ভাবতে শুরু করেন তিনি একাই সব চাপ নিচ্ছেন। আর এটা মনে হওয়া স্বাভাবিক। কারণ এখন নারীরা চাকরি করেন। তারপর এসে সংসার সামলান। এবার আপনার স্বামীও কী এমনই করছেন? তিনিও ঘরের কোনো কাজ করেন না? তবে আর হেলাফেলা নয়। বরং এই কয়েকটি উপায়েই তাকে সঠিক পথে আনার চেষ্টা করুন। আশা করছি সব মিটে যাবে।
কথা বলুন: আপনি এই সব ব্যাপার নিয়ে যত চুপ করে থাকবেন, তিনি তত পেয়ে বসবেন। এবার থেকে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করুন। আপনি বলুন যে এভাবে কাজ করতে আপনি পারবেন না। তাঁকেও কাজ করতে হবে। তবেই তো সম্পর্কে ৫০-৫০ ভাগীদার হওয়া যায়। নইলে সব গল্প কথায় রয়ে যাবে। বাস্তবে তার জায়গা আর হবে না। তাই এই বিষয় নিয়ে মন খারাপ নয়, ব্যবস্থা নিন।
আপনি করবেন না: আপনি নিজে এগিয়ে এসে কাজটা করতে করতে অনেক জটিলতা তৈরি করে ফেলেছেন। স্বামী নিজের মতো করে এর সুবিধা নিয়েছেন। তাই এবার আপনাকে থামতে হবে। আর একা কাজ করার চেষ্টা করবেন না। তাঁকে পায়ের উপর পা তুলে বসে থাকতে দিন। আপনি নিজের মতো করে কোনও ব্যবস্থা নিন। দেখবেন সমস্যা হচ্ছে দূর।
একদিনে হবে না: এই মানুষটি নিশ্চয়ই কাজটা আগে করেননি। তাই আপনি আজ বললেই যে কাল থেকে সব ঠিক হয়ে যাবে, এমন নয়। তিনি হয়তো প্রথমে করবেন না। তবে বলতে থাকুন। আপনি বলতে থাকলেই দেখবেন একদিন তিনি গিয়ে নিশ্চিতভাবে কাজটা করবেনই। তাই চিন্তার কোনো কারণ নেই। শুধু হাল ছাড়বেন না। দেখবেন লাভ পেয়েছেন।
শিখিয়ে নিন: এখনো বাঙালি পরিবারের অনেক ছেলে একবারেই কাজ করতে পারেন না। তারা ভাত রাধতেও জানেন না। এই নিয়ে রাগ করে লাভ নেই। বরং তাকে শিখিয়ে নিতে হবে। আপনি তাকে শেখাতে পারলেই দেখবেন কিছুদিনের মধ্যে তিনি একটু হলেও পারছেন। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় দেখা দেবে জটিলতা।
ঝামেলা করবেন না: আপনি এই বিষয় নিয়ে হালকা চালে কথা বলুন। জানি আপনার রাগ হচ্ছে। তবে তা প্রকাশ করবেন না। বরং ঝামেলা করার থেকে দূরে যান। তাকে সময় দিন। তিনি পারবেনই। তাই বেশি ভেবে নিজের মন খারাপ করবেন না। এমনকি তাকেও অবসাদে যাওয়ার হাত থেকে বাঁচান। এভাবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় দেখা দিতে পারে জটিলতা। তাই চিন্তা নেই।
Post a Comment