বিয়ের জন্য আংটি কেনার আগে যে বিষয় মাথায় রাখবেন

 

ODD বাংলা ডেস্ক: বিয়ের সময় আংটি পরানোর চল সারা বিশ্বে রয়েছে। সব ধর্মের মানুষই এ প্রথা অনুসরণ করে আসছে। বর বা কনের কাছে আং
টি শুধু বিয়ের অনুষঙ্গ নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশেরও একটি মাধ্যম। কারণ বর বা কনে উভয়েরই আঙুলের শোভা বাড়ায় আংটি। 

সব নারী-পুরুষের কাছেই বিশেষ মূল্যবান ও স্মৃতির চিহ্ন বহন করে বিয়ের আংটি। তাই বিয়ের আংটি বাছাই ও কেনার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। চলুন জেনে নেয়া যাক সেগুলো-


ছোট আঙুল

অনেকেই নিজেকে লম্বা দেখাতে পছন্দ করেন। এজন্য তারা হিল জুটা ব্যবহার করেন। তেমনি আঙুল ছোট হলে, তা লম্বা দেখানোর উপায়ও আছে! ছোট ছোট আঙুলে ডিম্বাকৃতি পাথরের আংটি বেশ মানায়। আর এতে আঙুলটিও বড় দেখায়।


লম্বা আঙুল

আঙুল লম্বা হলে আংটি নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করতে পারেন! বিভিন্ন জ্যামিতিক আকৃতির আংটি আপনাকে ভালো মানাবে। বড় পাথরও বেছে নিতে পারেন। চওড়া ব্যান্ডের আংটিও ভালো মানাবে। তিন-চার প্যাঁচের আংটিও লম্বা অঙুলে ভালো মানায়।


সরু আঙুল

আঙুল খুব সরু হলে বড় মাপের পাথর এড়িয়ে চলুন। চওড়া ব্যান্ডের মধ্যে ছোট পাথর এক্ষেত্রে ভালো মানাবে।


মোটা আঙুল

মোটা আঙুলের ক্ষেত্রে বড় পাথর দেয়া নানা ডিজাইনের আংটি পরতে পারেন। এতে আঙুল সরু দেখাবে এবং হাতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.