এ কেমন বিয়ে? লেপের সঙ্গে ঘর বাঁধলেন নারী

 


ODD বাংলা ডেস্ক: প্রথম দেখাতেই ভালোলাগার জন্ম। তারপর ভালোবাসতে শুরু করেন। সারা গায়ে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, মায়া ত্যাগ করা অসম্ভব। এত প্রেম কীভাবে অস্বীকার করা যায়? করতেও পারেননি ইংল্যান্ডের নারী। তাইতো নিজের সাধের লেপকেই বিয়ে করেছেন তিনি।

নারীর নাম পাসকেল সেল্লিক। প্রেমিক থাকার পরেও সাধের লেপের সঙ্গেও আবার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। সিঙ্গেল বেডের জন্য লেপটি কিনেছিলেন পাসকেল। এমন একাধিক লেপ তার রয়েছে। কিন্তু সাদা কারুকাজ করা লেপটির প্রতি আলাদা প্রেম তৈরি হয় বলেই দাবি তার। সেই জন্যই তো ঘটা করে বিয়ের আয়োজন করেছেন।


সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পাসকেল ও তার ‘লেপ প্রেমিকে’র বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। বিয়ের জন্য লেপটিকে আলাদাভাবে সাজানোও হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘ডুভেট আই লাভ ইউ’। বন্ধু-বান্ধবদের পাশাপাশি পাসকেলের মানবপ্রেমিকও বিয়েতে উপস্থিত ছিলেন। ছিলেন তার তিন মেয়ে। যার মধ্যে আবার একজন পাসকেলের ব্রাইডসমেড হয়েছিলেন।


সবার সামনেই প্রিয় লেপের সঙ্গে বিয়ে সারেন পাসকেল। নিজেই নিজের হাতে পরে নেন বিয়ের আংটি। শোনা গেছে, বিয়েতে অতিথি-অভ্যাগতরা সবাই বিছানার চাদরের আদলে পোশাক পরেছিলেন।


কিন্তু এমন আজব বিয়ে কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক সংবাদমাধ্যকে পাসকেল জানান, মানুষ যাতে নিজেকে ভালোবাসার মর্ম বুঝতে পারেন সেই কারণেই এই উদ্যোগ তিনি নিয়েছেন। পাসকেলের মতো প্রাণহীন জড়বস্তুর প্রতিও প্রেম জাগতে পারে। এতে কোনো ক্ষতি নেই। এরপর পাসকেলের মানবপ্রেমিকের কী হবে? প্রশ্নের উত্তরে পাসকেল জানান, যখন তাকে বিয়ে করবেন, ডবল বেডের লেপের ব্যবস্থা করে নেবেন। কিন্তু লেপ-স্বামীকে তিনি তখনও নিজের কাছেই রাখবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.