মা ভাল্লুকের আদরে আত্মহারা শাবক, ভিডিও ভাইরাল
ODD বাংলা ডেস্ক: মায়ের ভালোবাসা মানে সীমাহীন ভালোবাসা, আদর আর আবদার। মা ও সন্তানের ভালোবাসা পুরোটাই তৈরি আবেগ এবং অটুট বন্ধনের ইট-পাথর দিয়ে! মা, সে মানুষ হোক কিংবা পশু-পাখি, মা কিন্তু মা। প্রায়ই দেখা যায় মায়ের অকৃত্রিম ভালোবাসার নিদর্শন।
নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি শাবক ও মা ভাল্লুকের ভিডিও। সেখানে দেখা যায় শাবককে বরফের মধ্যে আদর করছে একটি পোলার মা ভাল্লুক। মা ভাল্লুক ও শাবকের ভিডিওটি প্রকাশ করা হয় বুইটেনগেবাইডেন নামক একটি টুইটার অ্যাকাউন্টে। ভিডিওটির শিরোনামে লেখা হয়— ‘মাম্মি এবং তার শাবক…।’
ভিডিওতে দেখা যায় শাবককে বরফের ওপর শুয়ে আদর করছে তার মা। শাবকটি মায়ের ওপর দিয়ে ছোটাছুটি করছে। মা ভাল্লুকটিও শাবকের সঙ্গে মুহূর্তটি বেশ উপভোগ করছিল, সেই আহ্লাদ।
টুইটারে এ ভিডিওটি এখন পর্যন্ত ৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ঐ ভিডিওতে মন্তব্য করেছেন কয়েক হাজার মানুষ। ভাল্লুক ও শাবকের ভালোবাসা ছুঁয়েছে নেটিজেনদেরও। একজন লিখেছেন, ‘দারুণ।’ আরেকজন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণীও ভালোবাসার নির্মলতা প্রকাশ করতে পারে।’
মা যেন সন্তানের কাছে সব থেকে নির্ভরতার জায়গা।
Post a Comment