রেকর্ড ৩০ হাজার ডলারে বিক্রি হলো ১৭৮০ সালে তৈরি বিশ্বের সবচেয়ে প্রাচীন হেয়ারউড বারবাডোস রাম

 


ODD বাংলা ডেস্ক: ১৭৮০ সালে তৈরি করা হেয়ারউড বারবাডোস রামের একটি বোতল নিলামে রেকর্ড ২৯,৯৯৯ ডলারে (প্রায় ৩১ লাখ ৫৩ হাজার টাকা) বিক্রি হয়েছে। এটি কিনেছেন সুইজারল্যান্ডের একজন সংগ্রাহক। খবর রাম রেইডার্স-এর।


এ রামটি বিশ্বের সবচেয়ে পুরোনো রাম। যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ওল্ড লিকার ইঙ্ক এটি বিক্রি করেছে।


তবে এমনিতে বিশ্বের সবচেয়ে দামি রামটি হচ্ছে ১৯৪৯ সালে তৈরি করা জে. রে অ্যান্ড নেফিউ। এটি বিক্রি হয় ৫৪ হাজার ডলারে।


২০১১ সালে যুক্তরাজ্যের লিডসে হেয়ারহাউড হাউজের বেজমেন্টে বহু আগে লুকোনো ৫৯টি রামের বোতল পাওয়া যায়। ধারণা করা হয়, এগুলো ১৭৮০ সালে পাতিত করা হয়েছিল।


১৯ শতকের শুরুর দিকে এ রাম বারবাডোসে তৈরি করে পরে যুক্তরাজ্যে জাহাজে করে পাঠানো হয়। এরপর হেয়ারউডের প্রথম আর্লের অনুরোধে এসব রাম বোতলজাত করে ইয়র্কের ওল্ডফিল্ডস নামক একটি প্রতিষ্ঠান।


খুঁজে পাওয়া ৫৯টি বোতলের মধ্যে ২৮টি ছিল ডার্ক রাম আর ৩১টি লাইট রাম।


এর আগে ২০১৮ সালে সুপ্রাচীন এ রামের স্বাদ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তখন রামবিষয়ক বিভিন্ন ব্লগসাইটের লেখক ও রাম বিশেষজ্ঞরা এ হেয়ারউড বারবাডোস রামের স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।


বলা বাহুল্য, সুইজারল্যান্ডের যে সংগ্রাহক বর্তমানে এর মালিক, তার সংগ্রহের অন্যতম ঈর্ষণীয় রাম হবে ১৭৮০ হেয়ারউড বারবাডোসের বোতলটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.