বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পথে সুলেমানা
ODD বাংলা ডেস্ক: ঘানার উত্তর-পূর্বাঞ্চলে পূর্ব মামপ্রুসি পৌরসভার রাজধানী গামবাগা। সেখানে থাকেন দেশটির সবচেয়ে লম্বা ব্যক্তি। তার নাম সুলেমানা আব্দুল সামেদ। তবে স্থানীয়রা তাকে আউচে বলে ডাকেন। এই মানুষটিই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হতে যাচ্ছেন!
সম্প্রতি এক স্বাস্থ্য পরীক্ষার সময় ২৯ বছর বয়সী এই তরুণের উচ্চতা ৯ ফুট ৬ ইঞ্চি বলে জানায় স্থানীয় একটি হাসপাতাল। এতে সুলেমানা বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে তার সঠিক উচ্চতা ৭ ফুট ৪ ইঞ্চি। যেখানে তার মতো একজন পূর্ণবয়স্ক মানুষের উচ্চতা জাতি, কাল, পাত্র ভেদে ৫ ফুট থেকে ৬ ফুট বা তার কিছু বেশি হতে পারে। উচ্চতার কারণে স্থানীয়দের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। তিনি যেখানেই যান মানুষ তার সঙ্গে একটি ছবি তুলতে চান।
বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন যে তার জাইগেন্টিজম নামে বিরল এক জটিলতা রয়েছে। যা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। জাইগান্টিজম বা দৈত্যাকার গড়নের সবচেয়ে সাধারণ কারণ হল একটি শিশুর পিটুইটারি গ্রন্থিতে একটি বিনাইন বা ক্যান্সারবিহীন টিউমারের অবস্থান। যা অতিরিক্ত হারে শারীরিক বৃদ্ধির হরমোন নিঃসরণ করে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হল জাইগান্টিজমের সবচেয়ে সাধারণ চিকিৎসা পদ্ধতি।
সুলেমানের দাবি, তিন-চার মাস অন্তর তার উচ্চতা বাড়ে। যে হারে তার উচ্চতা বাড়ছে, তাতে যে কোনোদিন তিনি সুলতানকে ছুঁয়ে ফেলবেন। সুলতানা আরো জানিয়েছেন, এই মুহূর্তে তিনি প্রচুর টাকা রোজগার করতে চান। বেশ খানিকটা টাকা হাতে এলে প্লাস্টিক সার্জারি করাবেন। অতিরিক্ত উচ্চতার কারণে তাঁর গোড়ালি এবং পায়ের চামড়ায় নানা সমস্যা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক এক সংবাদ সংস্থাকে সুলেমানা বলেছেন, আল্লাহ আমাকে যেভাবে গড়েছেন তাতেই আমি খুশি। উচ্চতা নিয়ে আমার কোনো সমস্যা নেই।
বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তুরস্কের নাগরিক সুলতান কোসেন। তার বয়স ৪০ বছর।
Post a Comment