পার্টিতে কীভাবে সকলের নজর কাড়তে হয় তা এদের জানা, দেখে নিন কারা এমন
ODD বাংলা ডেস্ক: চলছে শীতের মরশুম। এই সময় একের পর এক পার্টির নিমন্ত্রণ থাকে সকলের। শীতের সময় অফিস পার্টি, বন্ধুদের পার্টি কিংবা পরিবারিক গেটটুগেদারের নিমন্ত্রণ থাকে। আর পার্টি মানেই সাজগোজ। পার্টিতে সকলেই চান অন্যের নজর কাড়তে। পোশাক থেকে সাজসজ্জা সব বিষয় বিশেষ নজর দিয়ে থাকেন। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা পার্টিতে নজর কাড়েন। এরা পোশাক থেকে সাজসজ্জা সব বিশেষ সব সময় পারফেক্ট থাকতে চান। এরা জানেন কীভাবে সকলের নজরে আসতে হয়। দেখে নিন তালিকায় কে কে আছেন।
মেষ রাশি-
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা সাজসজ্জা নিয়ে সব সময় এক্সপেরিমেন্ট করে থাকেন। কোন ধরনের সাজে তাকে সেরা লাগতে সে বিষয় স্পষ্ট ধারণা থাকে এদের। সে কারণে এই রাশির ছেলে মেয়েরা সহজে সকলের দৃষ্টি কাড়তে পারে।
বৃষ রাশি-
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। পোশাক থেকে সাজসজ্জা সব বিশেষ সব সময় পারফেক্ট থাকতে চান। এরা স্টাইলিশ তকমা পান। এদের লুক সব সময় সকলের নজর কাড়ে। এরা সব সময় সাজগোজ নিয়ে চর্চা করতেও পছন্দ করেন।
সিংহ রাশি-
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। বাকি দুই রাশির সঙ্গে বিস্তর মিল সিংহ রাশির। এরাও সাজগোজের ব্য়াপারে সব সময় থাকেন সতর্ক। কোথায় কেমন সাজগোজ করতে হয় তা এরা সব থেকে ভালো বোঝেন। পার্টিতে সব সময় ইউনিজ লুক তুলে ধরতে চান। এই রাশির ছেলে মেয়েদের ড্রেসিং সেন্স খুবই ভালো হয়ে থাকে। এরা এমন পোশাক পরে থাকেন যা এদের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে।
ধনু রাশি-
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এদের পছন্দ সকলের থেকে আলাদা। এরা পোশাকের মধ্যে দিয়ে নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে চান। এরা পার্টির জন্য পারফেক্ট পোশাক বেছে নিতে চান। যে অনুষ্ঠানে যান, সেখানের মতো সাজগোজ করেন। এই রাশির ছেলে মেয়েরা পার্টিতে সকলের নজর কেড়ে থাকেন। এরা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা হন। ফ্যাশন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে এদের।
Post a Comment