গোটা দেশজুড়ে বাতিল ৩৬১ ট্রেন!
ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার হাওড়া থেকে একগুচ্ছ লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। যে তালিকায় মূলত হাওড়া-বর্ধমান লাইনের লোকাল ট্রেন আছে। চলবে না হাওড়া-রামপুরহাট লাইনের একাধিক ইন্টারসিটি এক্সপ্রেসও। সবমিলিয়ে আজ পুরো দেশে কমপক্ষে ৩৬১ টি ট্রেন বাতিল করা হয়েছে।৩৩টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। ১৭টি ট্রেনের সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে।১৬টি ট্রেন তাদের নির্ধারিত রুটের পরিবর্তে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে যাত্রীবাহী, মেইল এবং এক্সপ্রেস ট্রেন।গতকালও ৩৫৯টি ট্রেন বাতিল করা হয়। খারাপ আবহাওয়া এবং ট্র্যাক মেরামত ও নির্মাণ কাজের কারণেই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Post a Comment