'সনাতন ধর্মই দেশের জাতীয় ধর্ম', হিন্দুদের অপমান নিয়ে সরব যোগী

ODD বাংলা ডেস্ক: ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিয়ে সনাতন হিন্দু ধর্মের পক্ষে সওয়াল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম। আর এই ধর্মকে সমস্ত ভারতবাসীর সম্মান করা উচিত বলে মনে করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজস্থানের ভিনমালে এক মন্দিরের শিবমূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন যোগী। অযোধ্যায় রামমন্দিরের কথা উল্লেখ্য করে তিনি বলেন যে হিন্দু ধর্মীয় স্থানগুলিকে অপবিত্রের চেষ্টা করা বলে, তার বিরুদ্ধে প্রচার চালানো উচিত।যোগী বলেন, রাজস্থানের ভূমি ধর্ম, কর্ম, ভক্তি এবং শক্তির সমন্বয়ের কেন্দ্রস্থল। ধর্মের আসল রহস্য বুঝতে গেলে রাজস্থানে আসা উচিত বলে জানান। তিনি বলেন, রাজস্থানের এই নীলকান্ত মন্দিরটি ১৪০০ সালে নাগভট্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি আগামী দিনে শুধু রাজস্থান নয়, গোটা দেশের মানুষের কাছে দর্শনীয় স্থান হিসেবে পরিণত হবে বলেও আশবাদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.