ঘুমের মধ্যেও চোখ খুলে থাকেন স্বামী! আতঙ্কিত স্ত্রীর ভিডিও ভাইরাল

 


ODD বাংলা ডেস্ক: ‘দুই চোখের পাতা এক করতে পারিনি’- এই বলে আমরা বোঝানোর চেষ্টা করি যে ভালো ঘুম হয়নি।কিন্তু এই অভিব্যক্তি মানেই ঘুম হয়নি? স্বাভাবিক ভাবেই মনে হবে, তা তো হবেই। চোখের পাতা খোলা রেখে মাছ ঘুমোয়, কিন্তু মানুষ?


সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও-র সন্ধান মিলেছে এমন একজনের যিনি সত্য়িই চোখ খোলা রেখেই ঘুমান। ভিডিওটি করেছেন তার স্ত্রী। জানিয়েছেন, তার স্বামী জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন তা বোঝার উপায় নেই! নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এমন এক ভিডিও।


তরুণীর নাম পেটন ভিডমার। তার স্বামী কোলটন অঘোর ঘুমিয়ে থাকলেও চোখের পাতা খোলাই থাকে বলে ভিডিওয় দাবি করেন তিনি। কেবল দাবি করাই নয়, ভিডিওয় স্বামীর ঘুমন্ত মুখও সবাই কে দেখিয়েছেন পেটন। ভিডিও দেখা যাচ্ছে, এরপর স্বামীর নাম ধরে তিনি ডাকছেন। আর সেই ডাক শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে ফিরে তাকান ঐ ব্যক্তি। যা দেখে হাসতে থাকেন তার স্ত্রী। তবে বিয়ের পর এতদিন কেটে গেলেও এখনো যে রাতে ঘুম ভেঙে চোখ খোলা রেখে স্বামীর নিঃসার ঘুম দেখে তিনি ভয়ই পান, সেকথাও জানিয়েছেন পেটন।


এই ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, তার স্বামী এমন করলে তিনি রাতে ঘুমোতেই পারতেন না আতঙ্কে। আরেকজনের রসিকতা, পৃথিবীর সবচেয়ে শুকনো চোখের মানুষ ঐ ব্যক্তি। কিন্তু এহেন ঘটনা খুব বিরল নয় বলেই জানাচ্ছেন গবেষকরা। ‘স্লিপ ফাউন্ডেশন’ নামের এক মার্কিন সংস্থা জানিয়েছে, প্রতি ২০ জনের একজন ঘুমোনোর সময় চোখ খোলাই রাখেন।


কিন্তু কেন হয় এই সমস্যা? গবেষকরা জানাচ্ছেন, ছোট বা দুর্বল চোখের পাতা, মুখের স্নায়ুর সমস্যা কিংবা চোখের মণির অসুখ থাকলে অঘোরে ঘুমিয়ে থাকার সময়ও চোখের পাতা খোলা রাখেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.