মাধ্যমিক পরীক্ষার্থীরা এই ভুলগুলি করলেই আটকে যেতে পারে রেজাল্ট, জানুন পর্ষদের নয়া নিয়ম

ODD বাংলা ডেস্ক: কয়েকটা ভুল করলেই মাধ্যমিক পরীক্ষার্থীদের বড় সমস্যার মুখে পড়তে হবে। আটকে রাখা হবে রেজাল্ট। পরীক্ষা শুরুর মাসখানেক আগেই কড়া ভাষায় জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য পরীক্ষার্থীদের সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যারা পরীক্ষা দেবে, তারা যাতে পরিদর্শকের কাছে কোনও খারাপ ব্যবহার না করে বা পরীক্ষার কোনও নিয়ম লঙ্ঘন না করে, সেজন্য অবিলম্বে ওই পরীক্ষার্থীদের সচেতন করতে হবে স্কুলগুলিকে। অবিলম্বে সেই সংক্রান্ত পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে পর্ষদ।পর্ষদের তরফে জানানো হয়েছে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে যে যে প্রার্থীরা দোষী প্রমাণিত হবে এবং ভাঙচুরে জড়িত থাকবে বলে প্রমাণিত হবে, তাদের রেজাল্ট আটকে রাখা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.