অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী, নোবেলজয়ী অর্থনীতিবিদকে 'জেড প্লাস' নিরাপত্তার ঘোষণা
ODD বাংলা ডেস্ক: বীরভূম সফরে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি 'প্রতীচী'তে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অমর্ত্য সেনের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন মুখ্যমন্ত্রী। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবরও নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের টানাপোড়েন চলছিল। এদিন কার্যত অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে প্রতিনিয়ত অপমান করছে বিশ্বভারতীয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আদৌ এই পদে থাকার যোগ্য কিনা, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন অমর্ত্য সেনকে সর্বোচ্চ জ়েড প্লাস নিরাপত্তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে বসেই রাজ্যের ডিজি মনোজ মালব্যকে ফোনে নোবেলজয়ীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Post a Comment