লেপ-কম্বল তুলে দিলেন নাকি? শুরু হবে শীতের দ্বিতীয় ইনিংস
ODD বাংলা ডেস্ক: ফের একবার বাংলায় ঘুরে দাঁড়াবে শীত! এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দিন এবং রাতের তাপমাত্রা হঠাত করেই বাড়তে শুরু করেছে। মৌসম ভবন জানাচ্ছে, আকাশ মেঘলা থাকবে। যদিও ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার প্রভাব বাংলাতেও পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।আলিপুর হাওয়া অফিস মনে করছে, আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এমনকি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলেও দাবি করা হচ্ছে। আর এরপরেই ফের একবার শীতের দাপট দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এমনকি উত্তরের হাওয়া ফের একবার ফিরতে পারে বলে অনুমান। যার ফলেই তাপমাত্রা দক্ষিণের একাধিক জেলাতে কমতে পারে বলে, পূর্বাভাস। আর তা চলবে সোমবার পর্যন্ত।
Post a Comment