খামখেয়ালি আবহাওয়ায় পারদের ওঠাপড়া, ভ্যালেন্টাইন ডে-এর আগে ফিরবে শীত?

ODD বাংলা ডেস্ক: জানুয়ারি এখনও শেষ হয়নি তবুও পারদের ওঠাপড়ায় ঘরে ঘরে পাততাড়ি গুটিয়েছে লেপ-কম্বল। মার্চ এখনও বহুদূর তবুও মাথার উপর ঘুরছে পাখা। কলকাতা ও সংলগ্ন এলাকার শীতের আমেজটুকুও নেই। শুক্রবারের থেকে শনিবার আরও বাড়ল তাপমাত্রা। আগামী ৪-৫দিন একই রকম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। নতুন করে এইমুহূর্তে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ফের উষ্ণ জানুয়ারির সাক্ষী বঙ্গ।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছে ৫ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। তবে আগামী চার পাঁচ দিন আবহাওয়া থাকতে চলেছে শুষ্ক। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য হলেও ফিরতে চলেছে শীতের আমেজ। তবে স্থায়ী হবে না। মেয়াদ থাকতে পারে চার দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.