বিদায় নিতে চলেছে শীত! সরস্বতী পুজোয় কি হবে বৃষ্টি?

ODD বাংলা ডেস্ক: রাজ্য থেকে শীত বিদায়ের পালা শুরু হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ রাতের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কাল ২২ তারিখ শনিবার থেকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং ছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ২২ তারিখের পর থেকে ঠান্ডা ধীরে ধীরে কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গরমেই কাটবে। গরমেই কাটতে পারে সরস্বতী।কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে সে সময়। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে আবার উত্তুরে হাওয়ায় কতটা প্রভাব থাকে সেদিকেই নজর থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.