বিমানের কর্মীদের ঘুষি-থুতু, মাঝ-আকাশেই অর্ধনগ্ন হয়ে হাঁটাহাঁটি মহিলার

ODD বাংলা ডেস্ক:আবুধাবি-মুম্বই বিমানে ঝামেলা পাকানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, ইকোনমি ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও বিজনেস ক্লাসে বসার জন্য জোরাজুরি করতে থাকেন। আটকানো হলে বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। থুতু দেন। ঘুষি মারেন। শুধু তাই নয়, পোশাক খুলে অর্ধনগ্ন হয়ে হাঁটতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।পুলিশ জানিয়েছে, সোমবার (ইংরেজি মতে) ভোরের দিকে মুম্বইয়ের মহারাজা ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভিস্তারার ইউকে ২৫৬ (আবুধাবি-মুম্বই রুটের) বিমানটি। প্রাথমিকভাবে ওই ইতালির মহিলাকে পাকড়াও করে রাখেন ভিস্তারার নিরাপত্তাকর্মীরা। তারপর ওই বিমানের কর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে সাহার থানা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.