হাত নয়, পা দিয়ে তীর ছুড়ে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড তরুণী

 


ODD বাংলা ডেস্ক: তিরন্দাজি খুবই কঠিন একটি কাজ। প্রবল মনঃসংযোগ লাগে। আর মনঃসংযোগের সঙ্গে লাগে হ্যান্ড-আই কো-অর্ডিনেশন। স্বাভাবিক পসচারে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে অব্যর্থ তিরন্দাজি করাটাই খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু, হাতের বদলে পা দিয়ে তির ছোড়া?

হ্যাঁ, সেটাই ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের নারী শানেন জোনস। তিনি বিশ্বকে চমকে দিয়ে পায়ের আঙুল ব্যবহার করে তীর ছুড়েছেন! তিনি গত বছরের আগস্টে ১৮.২৭ মিটার দূরত্বে তীর ছুড়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। 


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উল্লেখ করা হয়েছে, 'ফার্দেস্ট অ্যারো শট ইউজিং ফিট'। অর্থাৎ, পা দিয়ে সব চেয়ে বেশি দূরত্বে তীর ছুড়ে রেকর্ড। এর আগে যার দখলে এই রেকর্ড ছিল, তিনি তীর ছুড়ে অতিক্রম করেছিলেন ৬ মিটারের কম দূরত্ব!


পা ব্যবহার করে লক্ষ্যভেদ কী সাংঘাতিক কঠিন কাজ! এই অর্জন তো অর্জুন বা কর্ণেরও ছিল না। ফলে তাকে আধুনিক সময়ের অর্জুন বা কর্ণও হয়তো বলা চলবে না! তার এই কৃতিত্বের একটি ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষই প্রকাশ করেছেন। তা দেখে সবাই তাজ্জব!  


তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি পোস্টে নিজেকে 'মোস্ট অ্যাকিউরেট ফুট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড' বলে উল্লেখ করেছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.