‘ভেঙে টুকরো টুকরো হবে পাকিস্তান, PoK আসবে ভারতে!’ বিস্ফোরক যোগগুরু রামদেব
ODD বাংলা ডেস্ক: ৭৪ তম সাধারণতন্ত্র দিবসে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক দাবি যোগগুরু রামদেবের। বৃহস্পতিবার তিনি বলেন, “বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি তাকে কিছুদিনের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওই দেশ।” সেক্ষেত্রে পাকিস্তানের দু’টি প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর বা PoK ভারতের সঙ্গে সংযুক্ত হবে বলেও দাবি করেছেন তিনি। কোন দুই প্রদেশে এদেশে চলে আসবে, তাও স্পষ্ট করেছেন যোগগুরু। তাঁর কথায়, “বালোচিস্তান ও সিন্ধ প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। বাকি অংশ পাকিস্তান হিসেবে থেকে যাবে।” প্রসঙ্গত, বালোচিস্তান ও সিন্ধকে বাদ দিলে পাকিস্তানে আর মাত্র দু’টি প্রদেশ রয়েছে। একটি লাহোর এবং অপরটি খাইবার পাখতুনখোয়া। যোগগুরুর কথা সত্যি হলে, PoK বাদ দিয়ে বর্তমান পাকিস্তানের অর্ধেকের বেশি অংশ ভারতের মধ্যে চলে আসবে।
Post a Comment