শহরে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত ২ শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক
ODD বাংলা ডেস্ক: একে করোনায় রক্ষে নেই, তার উপর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। কলকাতার দুই পৃথক হাসপাতালে দুই শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে। জানা গিয়েছে, তারা জ্বরে আক্রান্ত ছিল। একইসঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যাও ছিল তাদের। সেক্ষেত্রে কি এই দুই শিশুর দেহে অ্যাডিনোভাইরাস থাবা বসিয়েছিল? উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।শনিবার বিসি রায় শিশু হাসপাতালে নয় মাসের একটি শিশুকন্যার মৃত্যু হয়। জানা গিয়েছে, হাওড়ার উদয়নারায়ণপুরে ওই শিশুর বাড়ি। কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল সে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সে সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল।
Post a Comment