উদ্ভট ফ্যাশন সেন্স হয় এদের, এই চার রাশির ছেলে মেয়েরা সব সময় সকলকে অবাক করেন
ODD বাংলা ডেস্ক: কারও সাজ পোশাক সকলের নজর কাড়ে। তেমনই কেউ স্টাইল স্টেইটমেন্টের কারণে সকলের কাছে হাসির পাত্র হয়। শাস্ত্র মতে, আমরা সকলে সকলের থেকে আলাদা। বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সর্বত্র রয়েছে বিস্তর তফাত। তেমনই কেউ শান্ত। তো কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ উদ্ধত। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ কঠিন ও স্বার্থপর। তেমনই পার্থক্য ব্যক্তির পছন্দে। আমাদের সকলের স্টাইল স্টেইট মেন্ট ভিন্ন হওয়ার কারণ এই রাশি। শাস্ত্রে রয়েছে এমনই। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, উদ্ভট ফ্যাশন সেন্স হয় এদের, এই চার রাশির ছেলে মেয়েরা সব সময় সকলকে অবাক করেন।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। উদ্ভত ফ্যাশন সেন্স হয় এদের। মোটা টাকা ব্যয় করলেই সঠিক পোশাক কিনতে পারেন না এরা। অনেক সময় এদের স্টাইল স্টেইটেন্ট সকলের আলোচলার বিষয় হয়ে দাঁড়ায়।
কন্যা রাশি
রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। মীন রাশির এই বিষয় এদের মিল আছে বিস্তর। এদের স্টাইল স্টেইটমেন্টও অদ্ভুত হয়ে থাকে। এরা অধিকাংশ সময় ভুল সাজগোজ করে থাকেন।
কুম্ভ রাশি
রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। উজ্জ্বল রঙের জিন্স ও টিশার্ট পরতে পছন্দ করেন এরা। এরা পছন্দ মতো জামা কিনে ফেলেন। তবে, কোন পোশাক কোথায় পরা উচিত তা এরা স্থির করে উঠতে পারেন না।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। সৃজনশীল মানসিকতার অধিকারী হন এরা। তবে, পোশাক নির্বাচনের ক্ষেত্রে প্রায়শই ভুল করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা কখন কোথায় কী পোশাক পরবেন তা স্থির করে উঠতে পারেন না। এরা প্রায়শই পোশাকের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। যে কারণে অনেকেই এদের নিয়ে ঠাট্টা করে থাকেন। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। উদ্ভট ফ্যাশন সেন্স হয় এদের, এই রাশির ছেলে মেয়েরা সব সময় সকলকে অবাক করেন।
Post a Comment