বেঙ্গালুরুর আকাশ দেখল নতুন ভারতের শক্তি, ‘অ্যারো ইন্ডিয়া’র উদ্বোধন করলেন নমো

ODD বাংলা ডেস্ক: এশিয়ার সব চেয়ে বড় বিমান প্রদর্শনী। যোগ দিয়েছে ৯৮টি দেশ। বেঙ্গালুরুতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’-এর সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, প্রতিরক্ষা ক্ষেত্রও আত্মনির্ভর হয়ে উঠছে দেশ। আগে আধুনিক অস্ত্র বিদেশ থেকে আমদানি হত, বর্তমানে ভারতেই তৈরি হচ্ছে সমরাস্ত্র। বেঙ্গালুরুর আকাশ দেখল নতুন ভারতের শক্তি।প্রতিরক্ষা ক্ষেত্র ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে দেশের শক্তিকে তুলে ধরতে বেঙ্গালুরুর ইলাহানকা এয়ারবেসে পাঁচদিন ব্যাপী অ্যারো ইন্ডিয়া ২০২৩-র আয়োজন হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই প্রমুখ। মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতিরক্ষা মন্ত্রক। এবার যা চতুর্দশতম পর্বে পড়ল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.