দেশের মানচিত্রে পা! আমজনতার রোষের মুখে অক্ষয় কুমার
ODD বাংলা ডেস্ক: সাধারণত দেশপ্রেমের জন্য খবরে থাকেন তিনি। তবে এ বার একেবারে উল্টো কারণে শিরোনামে খিলাড়ি কুমার। দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটছেন অভিনেতা। তা দেখে বেজায় চটলেন অনুরাগীরা। সমাজমাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার বলিউড তারকা অক্ষয় কুমার।এক উড়ান সংস্থার জন্য নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয় কুমার। একই বিজ্ঞাপনে অভিনয় করেছেন দিশা পটানি, নোরা ফতেহি, মৌনি রায়ও। সেই বিজ্ঞাপনে দেখা যায়, একটি প্রতীকী গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তাঁরা সবাই। সমাজমাধ্যমে সেই বিজ্ঞাপনের ভিডিয়ো শেয়ার করেন ‘রাম সেতু’ খ্যাত অভিনেতা। ভিডিয়ো পোস্ট করার কিছু ক্ষণের মধ্যেই আমজনতার রোষের মুখে পড়েন অক্ষয়। ভারতের মানচিত্রের উপর দিয়ে হেঁটে দেশকে চূড়ান্ত অপমান করছেন তিনি, অভিযোগ সাধারণ মানুষের। অনেকের দাবি, দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটা দেশমাতৃকাকে লাথি মারার সমান।
Post a Comment