৪ মাসের মাথায় কন্যার ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া ভাট! পোস্টে আদরের বন্যা...
ODD বাংলা ডেস্ক: ২০২২ সালের ৬ নভেম্বর আলিয়া ভাট এবং রণবীর কপুরের ঘর আলো করে জন্মেছে রাহা। রাহার সম্পর্কে অনেক কিছু বললেও, এতদিন মেয়ের ছবি দেখাননি রণবীর বা আলিয়া। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় একটি শিশুকন্যার ছবি ঘুরপাক খাচ্ছে। নেটিজেনদের দাবি, ওটাই রাহা কপুর।কেউ লেখেন, 'আমি নিশ্চিত এটাই রাহা। আলিয়া ভাটের সঙ্গেও মুখের মিল রয়েছে।' কারও মন্তব্য, 'সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছে আলিয়া এবং রণবীরের মেয়েকে।' কেউ বলেন, "এই খুদেই আলিয়ার মেয়ে। তাই না?"আলিয়ার মেয়ের তকমা দিয়ে গোলাপি পোশাক পরা খুদে কন্যার ছবি শেয়ার করতে শুরু করেন অনেকেই। যদিও সত্যিই আলিয়া ভাটের মেয়ের ছবি হওয়ার কথা নয় এটি। হিসাব বলছে, বর্তমানে রাহার বয়স চার মাস।এদিকে ছবির শিশুকন্যা বসে ছিল। মাত্র চার মাসে রাহার পক্ষে এভাবে বসে থাকা সম্ভব নয়। তাছাড়া আলিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এদিন এক নয়, একাধিক ছবি শেয়ার করা হয়েছিল।যদিও আলিয়া ভাট বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। রণবীর কপুরও নিশ্চুপ। কিন্তু, আচমকা বাচ্চাদের ছবি শেয়ার করতে গেলেন কেন? নিজের বেবিওয়্যার ব্র্যান্ডের প্রোমোশনের জন্য ওই ছবিগুলি ব্যবহার করেছিলেন আলিয়া ভাট। ছবিগুলি যে তাঁর ব্র্যান্ডের বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে সে কথাও স্পষ্ট করে লিখে দেন আলিয়া।'
Post a Comment