বলিউডে পা মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তীর, ভিডিও শেয়ার করে শুভেচ্ছা শাহেনশার


ODD বাংলা ডেস্ক: বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তীর। ছবির নাম ‘ব্যাড বয়’। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। করোনাকালে অর্থাৎ ২০২০ সালে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নানা কারণে মুক্তি আটকে।শেষমেশ পরের মাসেই মুক্তি পাবে এই ছবি। তাই নমশির প্রথম ছবি রিলিজের আগে গানের ভিডিও শেয়ার করে নমশি চক্রবর্তীকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। অমিত আঙ্কলের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত মিঠুনের ছোট ছেলে নমশিও।২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘ব্য়াড বয়’ ছবির পোস্টার। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আরও এক নবাগতা আমরিন কুরেশি। ছবির প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে তিনি। বাবা মিঠুনের মতো বলিউডের সুপারস্টার হতে পারেন কিনা নমশি, তা এবার দেখার পালা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.