এক চুটকি সিঁদূরের টোটকায় মিটবে দাম্পত্য কলহ! প্রেম বাড়বে কী ভাবে? জেনে নিন
ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্ম, রীতিনীতিতে মহিলাদের যে ষোলো শৃঙ্গারের কথা বলা হয়, তার মধ্যে একটি শৃঙ্গার হল সিঁদূর লাগানো। শাস্ত্রে হিন্দু বিবাহিত মহিলাদের স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁদূর লাগানোর বিধান রয়েছে। স্বামী-স্ত্রীকে একে অপরের পরিপূরক মনে করা হয়। কিন্তু তাঁদের মধ্যে প্রায়ই নানান কারণে কলহ, বিবাদ দেখা দেয়। দাম্পত্য কলহ ক্রমশ এত বেড়ে যায় যে বিবাহবিচ্ছেদ পর্যন্ত কথা গড়ায়। জ্যোতিষ মতে স্বামী স্ত্রীর মধ্যে অবিরাম কলহ থাকলে সিঁদূরের কিছু সহজ উপায়ে তা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। এর প্রভাবে কলহের অবসান তো হবেই, তার পাশাপাশি দাম্পত্য জীবনে ভালোবাসাও বাড়বে। এ ক্ষেত্রে সিঁদূরের কী কী উপায় করবেন জেনে নিন।
দাম্পত্য কলহ মেটানোর জন্য সিঁদূরের টোটকা
১. স্বামী-স্ত্রী কথায় কথায় ঝগড়া শুরু করলে সিঁদূরের এই উপায় করতে পারেন। রাতে ঘুমানোর সময়ে স্বামীর মাথার কাছে সিঁদূর রেখে দিন। পরের দিন সেই সিঁদূর যে কোনও স্থানে ফেলে দিন। শীঘ্র এর সুফল পাবেন।
২. বিছানার যে অংশে স্বামী ঘুমান, সেখানে কিছু সিঁদূর ছড়িয়ে দিন। এই উপায়টি শুধু মাত্র রবিবার রাতেঅ করবেন। পরের দিন স্নান করার পর সেই সিঁদূরই নিজের সিঁথিতে লাগান।
৩. স্বামীকে প্রতিদিন জাফরান মিশ্রিত দুধ পান করতে দিন। আবার স্ত্রীরা হাতে সোনার চুরি পরুন। এই উপায়ে দাম্পত্য কলহ দূর হবে এবং জীবন সুখী হবে।
৪. শুক্রবার লক্ষ্মীকে সিঁদূর নিবেদন করুন। তার পর লক্ষ্মীর পায়ের সিঁদূর তুলে নিজের সিঁথিতে লাগান। এর ফলে দাম্পত্য সম্পর্কে মাধুর্য দেখা দেবে।
৫. সুখী দাম্পত্য জীবনের জন্য জলের মধ্যে সিঁদূর ও গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন।
৬. সিঁদূরের কৌটোয় গোমতী চক্র রেখে বাড়িতে রেখে দিন। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শেষ হবে।
দাম্পত্য কলহ দূর করার অন্যান্য উপায়
১. শুক্রবার একটি কুমারী কন্যাকে মিষ্টি খাওয়ান। এর ফলে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
২. বাড়িতে প্রসন্ন মুদ্রায় শিব-পার্বতীর বসে থাকা মূর্তি বা ফটো থাকলে তার সামনে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে পরিবারে শান্তি বজায় থাকবে।
৩. গমের আটার পেষাই করতে দেওয়ার আগে তাতে কিছু ছোলা মিশিয়ে নিন। সোমবার বা শনিবার সেই আটা পেষাই করতে দিন। এর টোটকা করলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের অবসান হবে।
Post a Comment