প্রেমে পড়লেও টেকে না, দু-দিনেই সম্পর্ক ভাঙে এই ৫ রাশির জাতকদের!
ODD বাংলা ডেস্ক: ঠিক এক সপ্তাহ আগে ১৪ ফেব্রুয়ারি পালিত হয়েছিল ভ্যালেন্টাইনস ডে বা প্রেম দিবস। ১৪ ফেব্রুয়ারির আগে এক সপ্তাহ ধরে ছিল কিস ডে, হাগ ডে, প্রমিস ডে, রোজ ডে-র মতো একের পর এক ভালোবাসার উদযাপন। আর ১৪ ফেব্রুয়ারির পর থেকেই শুরু হয় অ্যান্টি-ভ্যালেন্টাইনস উইক। ১৫ ফেব্রুয়ারি স্ল্যাপ ডে থেকে শুরু করে এই সপ্তাহটি এসে শেষ হয় ২১ ফেব্রুয়ারি ব্রেকআপ ডে-তে। আজ ব্রেকআপ ডে-তে জেনে নিন কোন কোন রাশির জাতকরা মোটেও দীর্ঘমেয়াদী সম্পর্কে বিশ্বাস করেন না। এঁরা বেশিদিন এক সম্পর্কে টিকে থাকেন না। খুব ঘন ঘন সঙ্গী পরিবর্তন করে থাকেন এই পাঁচ রাশির জাতকরা। জেনে নিন কোন পাঁচ রাশির জাতকরা নিজেরাই নিজেদের প্রেমের সম্পর্ককে ধ্বংস করেন।
মেষ রাশি
কিছুটা উগ্র ও আক্রমণাত্মক মনোভাবের হন মেষ রাশির জাতকরা। এঁরা কোনও কিছুর পরোয়া করেন না এবং সব বিষয়েই চটজলদি সিদ্ধান্ত নেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও নিজেদের এই স্বভাব বদলাতে পারেন না মেষ রাশইর জাতকরা। এঁরা সব সময় জীবনে নতুন নতুন অভিজ্ঞতা খুঁজে বেড়ান। সেই কারণে বেশিদিন এক সম্পর্কে এরা থাকতে পারেন না। ঘন ঘন সঙ্গী পরিবর্তন করা স্বভাব মেষের জাতকদের।
মিথুন রাশি
দ্বৈত ব্যক্তিত্বের অধিকারী হন মিথুন রাশির জাতকরা। এঁরা কখনও এক রকম ভাবে চিন্তা করেন, কিছু পরেই আবার অন্যরকম ভাবেন। সেই কারণে খুব একটা নির্ভরশীল হন না মিথুন রাশির জাতকরা। বেশিরভাগ সময় এঁরা একা থাকতেই ভালোবাসেন। এই স্বভাবের কারণেই সহজেই এঁদের ব্রেকআপ হয়ে যায়। মিথুন রাশির জাতকরা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না এবং ভালোবাসতে পারেন না।
ধনু রাশি
অত্যন্ত স্বাধীনচেতা হন ধনু রাশির জাতকরা। এঁরা নিজেরা যেটা ঠিক মনে করেন, সেটাই করেন। সম্পর্কের মধ্যে যে একটু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে, সেটা জানেন না ধনু রাশির জাতকরা। আসলে প্রেমের সম্পর্কে জড়াতেই চান না এঁরা। এমন কোনও কিছু এঁরা পছন্দ করেন না, যা এঁদের জীবনে ব্যক্তি স্বাধীনতায় আঘাত করতে পারে। সেই কারণে সম্পর্কে জড়ালেও বেশিদিন সেই সম্পর্ক এঁরা টিকিয়ে রাখতে পারেন না।
মীন রাশি
সামাজিক মেলামেশায় বেশ দক্ষ হন মীন রাশির জাতকরা। কিন্তু এঁরা যতটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, সেই তুলনায় সঙ্গীকে সময় দেন না বললেই চলে। সঙ্গীর আবেগ, ভালোলাগা, মন্দলাগার দিকে খুব একটা নজর দেন না মীন রাশির জাতকরা। সম্পর্কে খারাপ সময় এলে সেই সমস্যার সমাধান খুঁজে বের করার থেরে সম্পর্ক থেকেই বেরিয়ে আসা সহজ মনে হয় মীন রাশির জাতকদের। সেই কারণে সাধারণত খুব বেশিদিন প্রেম টেকে না এঁদের।
বৃশ্চিক রাশি
একটু বেশিমাত্রায় পজেজিভ ও ঈর্ষাপরায়ণ হয়ে থাকেন বৃশ্চিক রাশির জাতকরা। এঁরা সব সময় প্রেমের সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন। এই বুঝি তাঁর সঙ্গীকে অন্য কেউ নিয়ে নিল, এই আশঙ্কায় সঙ্গীর উপর সব সময় নজরদারি চালান এঁরা। আবার বেশিদিন এক সম্পর্কে থাকলে এঁদের যেন দম বন্ধ হয়ে আসে। সেই কারণে খুব বেশিদিন প্রেম টেকে না বৃশ্চিক রাশির জাতকদের।
Post a Comment