পুরীর জগন্নাথ মন্দিরের নাটমণ্ডপে ফাটল, এ কোন অশনি সংকেত?
ODD বাংলা ডেস্ক: ফাটল ধরেছে পুরীর জগন্নাথ মন্দিরে! দেবালয়ের নাটমণ্ডপে রয়েছে ফাটল! যার জেরে প্রশ্নের মুখে পড়ল হাজার বছরের প্রাচীন মন্দিরের রক্ষণা-বেক্ষণের দায়িত্বে থাকা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা ASI।আদালতের নির্দেশ বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কার কাজ করছে পুরাতত্ত্ব বিভাগ। তার মধ্যেই ফের মন্দিরের নাটমণ্ডপে ফাটল দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন হেমন্তকুমার পান্ডা। তথ্য জানার অধিকার আইন বা RTI-র উল্লেখ করে বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি।RTI কর্মী হেমন্তকুমার পান্ডার দাবি, "গত সাত বছরে তিন দফায় পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কার কাজ করেছে ASI। ২০১৭-১৮ অর্থবর্ষে প্রথামবার এই মন্দিরের সংস্কার করা হয়। এর পর ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে সংস্কার হয় মন্দিরের।" এর পরও মন্দিরের মধ্যে ফাটল রয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
Post a Comment