ফার্স্ট-ক্লাস ছেড়ে ইকোনমিতে দীপিকা, বিমানে শোরগোল
ODD বাংলা ডেস্ক: বক্সঅফিসে হাজার কোটির দোরগোড়ায় ‘পাঠান’। গগনচুম্বী সাফল্যে আর রেকর্ড ব্যবসায় গোটা বলিউডের ভাগ্যচাকা ঘুরিয়েছে। আর বিশ্বজুড়ে ঝড় তুলে দেওয়া সেই সিনেমার নায়িকাই কিনা এবার ফার্স্ট ক্লাস ছেড়ে ইকোনমি ক্লাসে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বিমানসফর করলেন! যা দেখে সকলেই চমকে উঠলেন সহযাত্রীরা। অতঃপর বিমানে দীপিকা পাড়ুকোনকে নিয়ে শোরগোল।শাহরুখ খানের হিট নায়িকা তিনি। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী বললেও অত্যুক্তি হয় না! অনস্ক্রিন দীপিকা পাড়ুকোন মানেই সিনেমা সুপারহিট, তাঁর ফিল্মি কেরিয়ারের গ্রাফ দেখলেই তা স্পষ্ট হয়। শাহরুখ খানের পাঠান তার জ্বলন্ত উদাহরণ। এদিকে সিনেমা যখন হিশ্বের বক্সঅফিসে একেক করে সমস্ত হিন্দি সিনেমা তথা ভারতীয় ছবির রেকর্ড ভেঙে চলছে, তখন ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের কিন্তু কোনও অহমবোধ নেই। সাধারণভাবেই বিজনেস ক্লাসে ঘুরছেন।
Post a Comment