সামুদ্রিক খাবার খেয়ে মৃত্যু, পরিষেবা নিয়ে ক্ষোভ! দিঘার পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের

ODD বাংলা ডেস্ক: বাঙালির জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির তালিকায় প্রথম সারিতে থাকে দিঘার নাম। শীত, গ্রীষ্ম, বর্ষা বছরের প্রায় প্রত্যেক সময় দিঘাতে থাকে পর্যটকদের উপচে পড়া ভিড়। কলকাতার তাপমাত্রায় ক্রমশই ঊর্ধ্বমুখী, তারমধ্যে সামনে দোল ও হোলির ছুটি রয়েছে। দিঘাতে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা প্রবল।এরমধ্যেই পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে উদ্যোগী হল প্রশাসন। ইতিমধ্যেই দিঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে খাবার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে। এমনকী দিঘাতে কাঁকড়া খেয়ে মৃত্যুর হওয়ার ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে। তাই পর্যটকদের খাবার নিয়ে তৎপর হলো নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য দফতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.