কলকাতা থেকে কোচবিহারের দূরত্ব আরও কমল, চালু হল বিমান পরিষেবা
ODD বাংলা ডেস্ক: কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হয়ে গেল মঙ্গলবার৷ মঙ্গলবার দুপুর তিনটে পাঁচ মিনিটে ছাড়ল প্রথম বিমানটি৷ ইন্ডিয়া ওয়ান এয়ার ফ্লাইটটি কোচবিহার থেকে এল কলকাতা৷ কোচবিহারে এই বিমান যাত্রার সূচনা অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক৷এর আগে এই বিমানটি কোচবিহার বিমানবন্দরে এসে পৌঁছয় বেলা ১টা বেজে ৫৫ মিনিট নাগাদ৷ কলকাতা বিমাবন্দর থেকে এটি কোচবিহারে পৌঁছয়৷ সেই সময়ে বিমানের যাত্রী-সহ বিমানকর্মীদের বন্দরে স্বাগত জানানো হয়৷ তাঁদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া৷রিজিওনাল কান্টেটিভিটি স্কিম বা উড়ান স্কিমে কলকাতা থেকে কোচবিহার বিমান চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷
Post a Comment