দুধ ২১০ টাকা লিটার, মুরগির মাংসের কেজি ৮০০ টাকা ছুঁই ছুঁই! দেষজুড়ে তীব্র খাদ্যসংকট


ODD বাংলা ডেস্ক: পাকিস্তানে অর্থনৈতিক সংকটের সঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে খাদ্য সংকট। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এক লিটার দুধের দাম পাকিস্তানের মূল্যে ২১০ টাকা। ভারতে এখন যা দুধের দাম, তার ৫ গুণ। অন্যদিকে জ্যান্ত ব্রয়লার মুরগির প্রতি কেজির মূল্য পৌঁছে গিয়েছে ৪৮০ থেকে ৫০০ টাকায়। যা ছিল ১৩০ টাকা।পাকিস্তানে মুরগির মাংসের দাম আকাশ ছোঁয়া। মুরগির মাংস সেখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৮০ টাকা। যা আগে ছিল ৬২০ থেকে ৬৫০ টাকার মধ্যে। বোনলেস চিকেনের প্রতি কেজির মূল্য সেখানে একহাজার থেকে এগারোশো টাকা। বেড়েছে দুধের দামও। করাচির দোকানদাররা দুধের দাম বাড়িয়ে বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.