বাড়ির মূল দরজার বাইরে ভুলেও এগুলি রাখবেন না, রুষ্ট হয়ে বিদায় নেবেন লক্ষ্মী
ODD বাংলা ডেস্ক: বাস্তুশাস্ত্র বলে যে আমাদের বাড়িতে থাকা কোনও কোনও জিনিস যেমন পজিটিভ এনার্জি প্রবাহিত করে, তেমনই কোনও কোনও জিনিস নেগেটিভ এনার্জি প্রবাহিত করে। পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জি বেশি হয়ে গেলে সেই বাড়িতে অশান্তি, টেনশন ও দুর্ভোগ লেগেই থাকে। বাস্তুশাস্ত্রে বাড়ির মূল দরজাকে বিশিষ্ট স্থান দেওয়া হয়েছে। কারণ এই দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী। তাই বাড়ির মূল ফটকটি এমন হওয়া উচিত যাতে সেখানে কোনও নেগেটিভ এনার্জির আনাগোনা না থাকে।
নেগেটিভ এনার্জির কারণেই বাস্তুদোষ সৃষ্টি হয়ে থাকে। বাস্তু অনুসারে সেই বাড়িতেই মা লক্ষ্মী বাস করেন, যেখানে বাস্তু থাকে না। যে বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয়। অনেক সময় দেখা যায় সব রকম ভাবে চেষ্টা করেও সৌভাগ্যের পরশ পাওয়া যায় না। এর কারণ হতে পারে বাড়ির মূল দরজায় রাখা কয়েকটি জিনিস। এই জিনিসগুলি মূল দরজার সামনে থাকলে রুষ্ট হন দেবী লক্ষ্মী। এমন বাড়িতে ভুলেও প্রবেশ করেন না তিনি।
জেনে নিন বাড়ির মূল দরজার সামনে কোন কোন জিনিস রাখবেন না
আবর্জনা
বাড়ির মূল দরজার বাইরে আবর্জনা ডাঁই করে রাখবেন না। এর ফলে মারাত্মক রকমের অশুভ শক্তির সৃষ্টি হতে পারে। যে বাড়ির মূল দরজার বাইরে আবর্জনা রাখা থাকে, সেই বাড়িতে ভুলেও পা রাখেন না মা লক্ষ্মী। আবর্জনার স্তুপ থেকে নেগেটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এর ফলে বাড়ির সদস্যদের শরীর খারাপ হতে পারে। বাড়ির পরিবেশও খারাপ হতে পারে এই অশুভ শক্তির প্রভাবে।
শুকনো গাছ
বাস্তু অনুসারে বাড়ির সামনে কোনও শুকনো গাছ থাকা অত্যন্ত অশুভ। মূল দরজার বাইরে থাকা শুকনো গাছ নেগেটিভ এনার্জি ছড়িয়ে দেয়। আপনার বাড়ির সামনে কোনও গাছ যদি শুকিয়ে যায়, তাহলে অবশ্যই সেটি কেটে ফেলুন। মূল দরজার সামনে থাকা শুকনো গাছ পরিবারের সদস্যদের উন্নতিতে বাধার সৃষ্টি করে।
ভাঙা পরিত্য়ক্ত বাড়ি
নিজের বাড়ির ঠিক সামনে কোনও ভাঙা পরিত্যক্ত বাড়ি থাকা অত্যন্ত অশুভ। এর ফলে নানা দুর্ঘটনার আশঙ্কা তো থেকেই যায়, এছাড়া এর ফলে নেগেটিভ এনার্জিও ছড়িয়ে পড়ে। যে বাড়ির সামনে কোনও ভাঙা বাড়ি থাকে, সেই বাড়িতে কখনই প্রবেশ করেন না মা লক্ষ্মী। এই রকম পরিস্থিতিতে প্রশাসনের অনুমতি নিয়ে ভাঙা বাড়িটি ভেঙে ফেলার ব্যবস্থা করুন।
নর্দমা
বাড়ির সামনে খোলা নর্দমা থাকা একেবারেই শুভ নয়। এর থেকে অশুভ শক্তি ছড়িয়ে পড়তে পারে। বাড়ির বাস্তুর উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে খোলা নর্দমা। মনে রাখবেন, নোংরা ড্রেন নেগেটিভ এনার্জির বাহক। আর এই নেগেটিভ এনার্জি দুর্ভাগ্যকে নিয়ে আসে। তাই আপনার বাড়ির সামনে যেন কোনও খোলা নর্দমা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকেই।
Post a Comment