যশ রাজের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে ডকু ফিচার 'দ্য রোমান্টিস'
ODD বাংলা ডেস্ক: বলিউডের অন্যতম সেরা প্রযোজনা সংস্থার তালিকার শীর্ষে রয়েছে যশ রাজ ফিল্মস। যুগে যুগে দর্শককে ব্লকবাস্টার হিন্দি ছবি উপহার দেওয়ার ক্ষেত্রে যশ রাজ ফিল্মসের জুরি মেলা ভার। যশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে প্রযোজনা সংস্থার কর্ণধার যশ রাজকে জানান হচ্ছে বিশেষ সম্মান। সেই উদ্দেশ্যে তৈরি হয়েছে একটি ডকু সিরিজ দ্য রোমান্টিস। যশ রাজ ফিল্মসের তরফে তো একাধিক রোমান্টিক ছবিই দর্শককে উপহার দেওয়া হয়েছে। যদিও টাইগার জিন্দা হ্যায়, ধুম, পাঠানের মতো ধুন্ধুমার অ্যাকশন প্যাকড ছবিও মুক্তি পেয়েছে এই প্রযোজনা সংস্থার তরফে। দীর্ঘ ৫০ বছরের যশ রাজ ফিল্মসের জার্নি লেসিব্রেট করতে বলিউডের মেগা স্টারদের নিয়ে এই ডকু সিরিজটি তৈরি করা হয়েছে। তারকাদের ছোট ছোট বক্তব্য আর সিনেমার টুকরো অংশের কোলাজে মুক্তি পেল দ্য রোমান্টিসের অফিসিয়াল ট্রেলার। আমির খান থেকে সলমান খান, শাহরুখ খান, রণবীর কপুর, রণবীর সিং, রানি মুখোপাধ্যায়ের মতো এই যুগের তারকাদের পাশাপাশি অমিতাভ বচ্চন থেকে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী, সেলিম খানের মতো বলিউডের বর্ষীয়া তারকাদের ঝলকও রয়েছে দ্যা রোমান্টিসের ট্রেলারে।
Post a Comment