অতিরিক্ত সাদা স্রাব হওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর, সমস্যা দূর করতে যা করবেন
ODD বাংলা ডেস্ক: সাদা স্রাব নিয়ে অধিকাংশ মহিলাদের ধারণাটাই স্পষ্ট নয়। এই নিয়ে ভারতীয় নারীদের মধ্যে প্রবলভাবে কিন্তু কিন্তু কাজ করে। এমনকী, বহুক্ষেত্রে দেখা গিয়েছে শিক্ষিত মহিলারাও এই নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ্য বোধ করেন না। যার ফলে অনেক সময় সাদা স্রাব নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। কেউ মানসিক হতাশায় ভোগেন। কেউ আবার সাদা স্রাবের ভালো-মন্দটা ধরতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় তা প্রাণঘাতীও হয়ে যায়। কিন্তু সাদা স্রাব কেন আসে? কোন ধরনের স্রাব শরীরের পক্ষে ক্ষতিকারক তা নিয়ে একটা সম্যক ধারণা মহিলাদের মধ্যে থাকলে এই নিয়ে অহেতুক চিন্তা শুধু কমবে না, সেই সঙ্গে মহিলারাই নিজের গোপন স্বাস্থ্যের তদারকিটা নিজেরাই ভালোভাবে করতে পারবেন।
সাদ স্রাব স্বাভাবিকও হয়, আবার এর জন্য চিকিৎসকের পরামর্শও নিতে হতে পারে। তবে আগেভাগে চিকিৎসকের কাছে না দৌঁড়ে বুঝে নেওয়া দরকার একজন মহিলার শরীরে যে সাদা স্রাব বের হচ্ছে তা আদৌ চিন্তাজনক কিনা। এই কারণ চিকিৎসকরা সাদা স্রাব-কে দুটো ভাগে ভাগ করেছেন- একটি স্বাভাবিক এবং অন্যটি অস্বাভাবিক। স্বাভাবিক সাদ স্রাব নিয়ে এখানে যে আলোচনা করা হচ্ছে সেখানে ৪ ধরনের স্রাবের কথা বলা হচ্ছে। এগুলো যদি একজন নারীর শরীরে নিঃসরণ হয়, তাহলে বুঝতে হবে যে এই সাদা স্রাব একটি স্বাভাবিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। এই নিয়ে দুঃশ্চিন্তা করার কিছু নেই।
এই স্বাভাবিক সাদা স্রাবের মধ্যে একটি ধরণ হচ্ছে তা দই-এর মতো ঘন হবে এবং রঙ হবে সাদা। আর এক ধরণের সাদা স্রাব রয়েছে যার রঙ সাদা হলেও এটা একটু পাতলা হয়। এছাড়াও স্বাভাবিক সাদা স্রাব দুধ বা জলের মতো পাতলা হতে পারে। এর বাইরে আর এক ধরণের সাদা স্রাব রয়েছে যা দেখতে স্বচ্ছ এবং অনেকটা কাচা ডিম ভেঙে ফেললে ভিতর থেকে জেলির মতো তরল বেরিয়ে আসে তার মতো। একটু আঠালো হয়। আঙুল দিয়ে চেপে ধরলে তা একে অপরের সঙ্গে লেগে থাকে। চিকিৎসকদের মতে এই ৪ ধরণের সাদা স্রাব এক্কেবারেই স্বাভাবিকতার লক্ষণ। এই নিয়ে দুঃশ্চিন্তা করার কিছু নেই। চিকিৎসকদের মতে সাদা স্রাব নিঃসরণ যোনীর জন্য ভালো। কারণ, এর ফলে যৌনির মাসিকের পথ পরিস্কার হয় এবং তার স্বাস্থ্যবিধি বজায় থাকে। এটা একটা শারীরিক প্রতিক্রিয়া। আর অধিকাংশ নারীর ক্ষেত্রেই সাদা স্রাব থাকে। সাদা স্রাব কোনওভাবেই একজনকে দূর্বল করে দেয় না অথবা স্বাস্থ্য ভেঙে দেয় না। কারও যদি এই ধরনের অসুবিধা থেকে থাকে তাহলে সেটা হয় সাদা স্রাব নিয়ে মানসিক চিন্তা থেকে।
Post a Comment