এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো, বড় সিদ্ধান্ত নিতে পারে রেল

ODD বাংলা ডেস্ক: কলকাতাবাসীর জন্য বড় সুখবর।শোনা যাচ্ছে, গঙ্গার তলা দিয়ে যে টানেল হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডকে জুড়বে, ইস্ট ওয়েস্ট মেট্রোর সেই অংশের কাজ শেষ। তবে এখনই সেখানে কোনও রেক আনা সম্ভব হচ্ছে না। জানা গিয়েছে, বউবাজারে ৯ মিটার অংশের কাজ শেষ হলেই হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রান এপ্রিল মাসেই শুরু হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বৌবাজারে ভূমিধসের জেরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বরবার ব্যাঘাত ঘটেছে। বৌবাজারের মোট তিনটি জায়গায় সমস্যা দেখা দিয়েছে। মাটিতে বালির পরিমাণ বেশি থাকার জেরে এই তিন জায়গায় টানেল তৈরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে। জানা গিয়েছে, জলের প্রেশারের জেরে বৃত্তাকার কনক্রিটের সিলিন্ডারের আকার বদলেছে। তবে সেই বদলের মাত্রা খুবই কম। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.