ভ্যালেন্টাইন্স ডের প্ল্যান ভেস্তে দেবে বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের?
ODD বাংলা ডেস্ক: ভালোবাসার সপ্তাহে অভিমানী প্রেমিকার মতো কি এবার মুখ ভার থাকবে আকাশেরও? ভ্যালেন্টাইন্স ডে-তে কি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা রয়েছে? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে রাজ্যের কোনও অংশে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ প্রেমিকা নিয়ে পাহাড়ে না গেলে বৃষ্টির বিঘ্ন ছাড়াই কাটবে ভ্যালেন্টাইন্স ডে। আগামী ২৪ ঘণ্টা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতাতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াচ্ছন্ন আকাশের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন নেই বৃষ্টিপাতের সম্ভাবনা।তবে কলকাতার ক্ষেত্রে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
Post a Comment