বদ্রীনাথ হাইওয়েতে নতুন করে ফাটল,ফের আতঙ্ক জোশীমঠে!
ODD বাংলা ডেস্ক: উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরুর প্রস্তুতির মধ্যে ফের নতুন করে আতঙ্ক জোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়েতে। রাস্তার বেশ কয়েকটি জায়গায় নতুন করে ফাটল দেখা দিয়েছে জানিয়েছে স্থানীয়রা। তবে নতুন করে তৈরি হওয়া ফাটল চারধাম যাত্রায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না বলে দাবি করেছে প্রশাসন।জোশীমঠ বাঁচাও সংগ্রাম সমিতির নেতা সঞ্জয় ইউনিয়াল জানিয়েছেন, বদ্রীনাথ হাইওয়েতে অন্তত ১০টি জায়গায় তৈরি হয়েছে ফাটল। যোশীমঠ এবং মাড়োয়ারির মধ্যে ১০ কিলোমিটার জায়গা জুড়ে এই ফাটলগুলি তৈরি হয়েছে বলে জানান। পুরনো ফাটল আরও চওড়া হওয়ার পাশাপাশি নতুন করে ফাটল দেখা দিয়েছে বলে দাবি করেছেন জোশীমঠ বাঁচাও সংগ্রাম সমিতির ওই নেতা।
Post a Comment