শুধু অশুভ নয়, আছে শুভ প্রভাবও! ফকিরকে রাজা বানাতে পারে কালসর্প যোগ
ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ অনুসারে প্রত্যেক মানুষ তার ভাগ্য সঙ্গে নিয়ে জন্মায়। আমাদের জন্মকোষ্ঠীতে আমাদের ভাগ্যে কী ঘটতে চলেছে তার আগাম আভাস পাওয়া যায়। জন্মছকে নানা ধরনের যোগ ও দশার উল্লেখ থাকে। তার কোনওটি শুভ এবং কোনওটি অশুভ প্রভাব বিস্তার করে। আবার কোনও কোনও যোগের থেকে মিশ্র ফল পাওয়া যায়। জন্মছকের এমনই একটি যোগ হল কালসর্প যোগ।
সাধারণ ভাবে কালসর্প দশাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। জন্মছকে কালসর্প দোষ থাকলে জাতকের জীবনে নানা সমস্যা এসে ঘিরে ধরে। সেই কারণে কালসর্প যোগকে সবাই ভয় পায়। তবে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে কালসর্প যোগ মোটেও সব সময় ক্ষতিকর নয়। এই যোগের শুভ প্রভাবও রয়েছে। কালসর্প যোগের প্রভাবে পথের ভিখারি থেকে কোটিপতি হয়ে যাওয়াও আশ্চর্য নয়।
কালসর্প যোগ কী?
রাহু ও কেতু হল ছায়া গ্রহ। এগুলি আসলে কোনও গ্রহ নয়, জ্য়োতিষ গণনার দুটি বিশেষ পয়েন্ট। জ্যোতিষ গণনায় রাহু হল উত্তর মেরু এবং কেতু হল দক্ষিণ মেরু। কালসর্পের মুখ হল রাহু এবং লেজ হল কেতু। রাহু ও কেতু সব সময় বক্রীদশায় অবস্থান করে। যখন বাদবাকি প্রতিটি গ্রহ রাহু ও কেতুর মাঝখানে চলে আসে, তখন কোষ্ঠীতে কালসর্প যোগ তৈরি হয়। জ্যোতিষে ১২ ধরনের কালসর্প দশার উল্লেখ পাওয়া যায়।
কালসর্প যোগের উপকার
জ্যোতিষ অনুসারে পৃথিবীর অনেক বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তির কোষ্ঠীতেই কালসর্প দোষ দেখতে পাওয়া যায়। আসলে কালসর্প যোগ শুভ হবে না অশুভ, তা জন্মছকে রাহু ও কেতুর অবস্থানের উপর নির্ভর করে। যদি জন্মছকে রাহু ও কেতু শুভ অবস্থানে থাকে, তখন কালসর্প যোগ শুভ প্রভাব বিস্তার করে থাকে। সেই সময় কালসর্প যোগের প্রভাবে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন। অত্যন্ত দরিদ্র অবস্থা থেকেও সেই ব্যক্তি ধন-সম্পদের শীর্ষে আরোহণ করতে পারেন। কিন্তু জন্মছকে রাহু ও কেতু অশুভ অবস্থানে থাকলে জাতকের জীবন কালসর্প দোষের প্রভাবে ছারখার হয়ে যেতে পারে। রাজা থেকে পথের ভিখারি হয়ে যেতে পারেন তিনি।
Post a Comment