‘চিকেন’-এর উপর KFC-র একচেটিয়া অধিকার নেই, জানিয়ে দিল হাইকোর্ট

ODD বাংলা ডেস্ক: ‘চিকেন’-এর উপর KFC-র একচেটিয়া কোনো অধিকার নেই। এক মামলায় স্পষ্ট জানিয়ে দিল দিল্লির হাইকোর্ট। এর আগে ‘চিকেন’ ও ‘চিকেন জিঞ্জার’ ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চেয়ে আবেদন করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল মার্কিন ফাস্ট ফুড চেইন সংস্থাটি। সেই মামলার রায় দিতে গিয়ে ওই নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার ২০১৮ সালে করা ‘চিকেন’ ও ‘চিকেন জিঞ্জার’ নিয়ে KFC-র করা দু’টি মামলার শুনানি হয় দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলার সিঙ্গল বেঞ্চে। সেই মামলার পর্যবেক্ষণে বিচারপতি নারুনা বলেন, ‘চিকেন’-এর উপর KFC-র একচেটিয়া অধিকার নেই। তবে, ‘চিকেন জিঞ্জার’ পণ্যটির ব্র্যান্ডনামটির জন্য করা আবেদনে অনুমোদন দেওয়ার জন্য ট্রেডর্মাক রেজিস্ট্রারকে নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.