বাঁচবে বিদ্যুৎ বিল, বাড়িতে ইলেক্ট্রিক জিনিস রাখুন বাস্তু মেনেই



 ODD বাংলা ডেস্ক: বাড়ি তৈরি ও তার সাজসজ্জায় বাস্তু শাস্ত্রে নিয়ম মেনেও চলি। কিন্তু বৈদ্যুতিন সরঞ্জাম লাগানোর সময়েও যে এই একই নিয়ম মেনে চলা উচিত, তা অনেকের মাথাতেই আসে না। বিদ্যুতের মিটার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কমপিউটার, টিভি ইত্যাদি রাখার সময় আমরা বাস্তুর চেয়ে বেশি নিজের সুবিধা-অসুবিধাকে গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু ভুল দিকে রাখা বৈদ্যুতিন সরঞ্জাম আমাদের জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। বাস্তু বলছে সঠিক দিকে এই সরঞ্জামগুলি রাখলে জীবন সহজ হয় আবার স্বাস্থ্যও প্রভাবিত হয় না। মনে রাখবেন, ভুল দিকে রাখা বৈদ্যুতিন সরঞ্জাম আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করে থাকে।


বৈদ্যুতিন সরঞ্জাম রাখার উপযুক্ত দিক


বাস্তু শাস্ত্রে বিভিন্ন দিকের মাহাত্ম্য রয়েছে। কারণ এক একটি দিকের সঙ্গে জীবনের এক একটি ক্ষেত্রের সুখ ও সমৃদ্ধি জড়িত। যেমন ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিকের সঙ্গে আর্থিক সমৃদ্ধির সম্পর্ক রয়েছে। তেমনই দক্ষিণ-পূর্ব অর্থাৎ আগ্নেয় কোণ আমাদের স্বাস্থ্য প্রভাবিত করে। অগ্নি তত্বের প্রতিনিধিত্ব করে এই দিকটি। তাই এখানে বৈদ্যুতিন সরঞ্জাম রাখা শ্রেয়।


আগ্নেয় কোণের গুরুত্ব


বাস্তু শাস্ত্রে উত্তর-পূর্বের পর যে দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হল দক্ষিণ-পূর্ব কোণ। ঈশান কোণের মতোই এই দিকটিকেও বাস্তু দোষ মুক্ত রাখা অত্যন্ত জরুরি। এই দিকটি অগ্নি তত্বের স্থান হিসেবে বিবেচ্য। তাই সমস্ত বৈদ্যুতিন উপকরণ যেমন বিদ্যুতের মিটার এদিকে লাগান। এই স্থান থেকেই সঠিক ভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রণ ও বিতরণ হওয়া উচিত। এর ফলে অগ্নি তত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা যাবে।


অগ্নি তত্বের ভারসাম্যহীনতা রোগের জন্ম দেয়?


মনে রাখবেন অগ্নি তত্ব ভারসাম্য হারালে পরিবারের সদস্যদের মধ্যে নানান ধরনের রোগের সঞ্চার করে। এই দোষ দূর না-করলে অনেক সময়ে সাধারণ অসুস্থতা গভীর রোগে পরিণত হয়ে যায়। ইনভার্টার, ট্রান্সফরমার, ফ্রিজ উত্তাপ তৈরি করে, এ কারণে এই উপকরণগুলি আগ্নেয় অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিকে রাখা শ্রেয়।


আগ্নেয় কোণের সঙ্গে জড়িত বাস্তু দোষ ও তার প্রতিকার


আপনাদের মধ্যে কারও বাড়িতে আগ্নেয় কোণ সংক্রান্ত বাস্তু দোষ থাকলে, তা সহজ উপায়ে দূর করতে পারেন। এ ক্ষেত্রে বাস্তুর কিছু নিয়ম মানলে নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাবেন। কী সেই উপায়? জানুন--


১. অগ্নি তত্বের ভারসাম্যহীনতা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে। এর পাশাপাশি দাম্পত্য ও আর্থিক সমস্যায় জড়িয়ে পড়তে পারে প্রতিটি ব্যক্তির জীবন। এর দুষ্প্রভাব কম করার জন্য অগ্নি তত্বকে শান্ত করুন। এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব দিকে সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন।


২. সূর্যোদয়ের সময়ে দক্ষিণ-পূর্ব কোণে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে গায়ত্রী মন্ত্র জপ করুন। এর ফলেও লাভান্বিত হবেন।


৩. ওয়াশিং মেশিন, ফ্রিজ দক্ষিণ-পূর্ব দিকে রাখলে বাস্তু দোষ দূর হবে। পাশাপাশি বিদ্যুতের বিলও কম আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.