কসবা-কল্যাণী-ব্যারাকপুরে ১১ লাখে ফ্ল্যাট! কারা আবেদন করতে পারবেন?
ODD বাংলা ডেস্ক: সাধ্যের মধ্যেই বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট দিচ্ছে KMDA। কসবা, কল্যাণী এবং ব্য়ারকপুরের মতো জায়গায় এই ফ্ল্যাটগুলি পাওয়া যাচ্ছে। কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের 'মধ্যাহ্ন' প্রকল্পের আওতায় এই ফ্ল্যাটগুলি পাবেন উপভোক্তারা। মাত্র ১১ লাখ টাকা থেকে শুরু হচ্ছে দাম। কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে?'মধ্যাহ্ন' প্রকল্পের আওতায় কসবা, কল্যাণী এবং ব্যারাকপুরে মিলছে ফ্ল্যাট। তবে আবেদনকারীদের জন্য রয়েছে বিশেষ কিছু শর্ত। ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। তবে এই ফ্ল্যাটের আবেদনের জন্য কোনও বার্ষিক আয়ের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। এমনকী NRI ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। তার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি কোনও স্থানীয় ব্যক্তির নামে স্থানান্তর করতে হবে। সেই ব্যক্তিই আবেদনকারীর হয়ে KMDA-র সঙ্গে এই প্রক্রিয়াতে সহযোগিতার করবে।
Post a Comment