শিবের প্রিয় ধুতরো দূর করবে অর্থাভাব, রোগ! শাস্ত্র জানাচ্ছে এর উপায়
ODD বাংলা ডেস্ক: শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধুতরো। যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ, তেমনই ধুতরো ফল ও ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শিব পুজোয় ধুতরোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোর অপরিহার্য সামগ্রী এবং এর ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ। শাস্ত্র মতে ধুতরো শিবের প্রিয় ফল। মহাশিবরাত্রি তিথিতে ধুতরোর কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে। মহাশিবরাত্রিতে ধুতরোর কোন টোটকায় সুফল পাবেন জেনে নিন এখানে।
আর্থিক সমস্যা দূর করার উপায়
ধুতরোর শিকড় আর্থিক সমস্য়া দূর করতে পারে। মহাশিবরাত্রি বা সোমবার ধুতরোর শিকড় কব্জিতে বেঁধে নিলে একাধিক সমস্যার সমাধান করতে পারবেন। আবার মনে কোনও কারণে ভীতি থাকলে অশ্লেষা নক্ষত্রে ধুতরোর শিকড় বাড়িতে এনে রাখুন। এর প্রভাবে ভয় দূর হবে।
রোগমুক্তির উপায়
কোনও অসাধ্য রোগে গ্রস্ত হলে বা গৃহ কলহে জেরবার থাকবে ধুতরোর উপয় করতে পারেন। এর জন্য ধুতরো গাছের শিকড়ের ভস্ম একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন। এর ফলে রোগ মুক্তি ঘটবে। পাশাপাশি গৃহ-কলহ থেকেও মুক্তি পাবেন।
বাড়িতে ধুতরোর গাছ লাগালে কী হয়?
অনেকে বাড়িতে ধুতরোর গাছ লাগান না। শাস্ত্র মতে বাড়িতে ধুতরোর গাছ লাগানো অত্যন্ত শুভ। এটি শিবের অত্যন্ত প্রিয়। বিশেষত কালো ধুতরোর গাছ আরও শুভ ফল প্রদান করে। শাস্ত্র মতে কালো ধুতরো সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয়।
শিবকে ধুতরো নিবেদন করার পর তা নিয়ে কী করবেন?
শিব পুজোর সময়ে মহাদেবকে যে ধুতরো অর্পণ করা হয়, তা কোনও পবিত্র নদীতে ভাসিয়ে দিন। অথবা এই ধুতরো নিয়ে নিজের লকারেও রেখে দিতে পারেন। আবার বাড়ির প্রবেশদ্বারেও ধুতরো টাঙিয়ে রাখতে পারেন। একটি ধুতরো শুকিয়ে গেলে এটি জলে প্রবাহিত করে দিন। এই উপায়ে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। যার ফলে পরিবারের সদস্যরা উন্নতি করতে পারেন।
বাড়িতে কোথায় লাগাবেন ধুতরো গাছ?
শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধুতরো গাছ লাগাতে নেই। শিবকে তুলসী নিবেদন করা হয় না। তাই তুলসী গাছের সঙ্গে ধুতরো গাছ লাগাবেন না। বাড়িতে ধুতরো গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান। শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয়ে থাকে। এই দিকে বসেই শিবের আরাধনা করা হয়।
Post a Comment