তাপমাত্রা কমলেও দীর্ঘস্থায়ী হবে না শীত, হু হু করে বাড়বে গরম!

ODD বাংলা ডেস্ক: বুধবারও সকালে অনুভূত হয়েছে শীতের আমেজ। তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। তা সত্ত্বেও এবার শীতপ্রেমীদের মনখারাপ। কারণ, খাতায় কলমে বিদায় নিতে চলেছে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল থেকেই বাড়বে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ উধাও হবে। তবে সকাল ও সন্ধেয় জেলায় জেলায় হালকা শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শনিবার থেকে ঝোড়ো গতিতে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। শনিবারের পর থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি কম তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২২ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.