ধাক্কা মেরে ফেলে দিয়েছে বিধায়কের ছেলে, মেরেছে সহকর্মীদের, বিস্ফোরক অভিযোগ সোনু নিগমের
ODD বাংলা ডেস্ক: সোমবার সোনু নিগমের কনসার্ট চলাকালীন গায়কের উপর হামলার ঘটনায় অবশেষে আটক করা হল এক ব্যক্তিকে। মুম্বই পুলিশের তরফে একজন ব্যক্তির বিরুদ্ধে স্বেচ্ছায় আঘাত আনার অভিযোগ তোলা হয়েছে। চেম্বুরে গায়কের লাইভ কনসার্ট চলাকালীন হামলা চালানো হয়েছিল। গায়ক সোনু নিগমের অভিযোগের ভিত্তিতে আইপিসি-র ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ (অন্যায়ভাবে সংযম), এবং ৩৩৭ (জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করে আঘাত করা)-এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ঘটনার পরে, গায়ক সোনু নিগম চেম্বুর থানায় পৌঁছে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশকে এই বিষয়ে মামলা চালানোর অনুরোধ জানান। নিজের বিবৃতিতে, গায়ক বিধায়কের ছেলের নাম উল্লেখ করেন এবং তাঁর টিমকে আক্রমণ করার অভিযোগ তোলেন।
Post a Comment