ফের ভয়াবহ পথ দুর্ঘটনা সল্টলেকে, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের
ODD বাংলা ডেস্ক: নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোয় রাস্তার উপরেই উলটে গেল চার চাকা গাড়ি। মর্মান্তিক পথ দুর্ঘটনা সল্টলেক সেক্টর ফাইভে। মৃত যুবকের নাম রাজবীর সিং কোহলি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। আহতদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যায় বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। দ্রুতগতির জেরে ফের পথ দুর্ঘটনা সল্টলেকে সেক্টর ফাইভে। মৃত এক, গুরুতর আহত তিনজন যাত্রী। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যায় বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অন্তর্গত সল্টলেক AL-BL ক্রসিংয়ে একটি চার চাকা গাড়ি উল্টে যায়। জানা গিয়েছে, টেকনোপলিসের দিক থেকে অত্যাধিক গতিতে কলকাতার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার এপার থেকে ওপারে চলে আসে। পুলিশের প্রাথমিক অনুমান অত্যাধিক গতির জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
Post a Comment