অত্য়ন্ত রহস্যময় ৭৮৬ সংখ্যা, শুধু ইসলাম নয় হিন্দু ধর্মের সঙ্গেও রয়েছে এর যোগ, জানুন

 


ODD বাংলা ডেস্ক: বিভিন্ন সংখ্যাকে শুভ ও অশুভ আখ্যা দেওয়া থাকে। এমনই একটি সংখ্যা হল ৭৮৬। এই সংখ্যাটিকে রহস্যময় ও ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়ে থাকে। তবে শুধু ইসলামই নয়, অন্যান্য ধর্মেও এই সংখ্যাকে অত্যন্ত শুভ মনে করা হয়। হিন্দু ধর্মের সঙ্গেও ৭৮৬ সংখ্যার বিশেষ যোগ রয়েছে। এই সংখ্যার সঙ্গে জড়িত রহস্য এবং ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মে এর তাৎপর্য কী তা এখানে আলোচনা করা হয়।


ইসলাম ধর্মে ৭৮৬ সংখ্য়ার মাহাত্ম্য


ইসলাম ধর্মে ৭৮৬ সংখ্যাটিকে আল্লাহের সঙ্গে যুক্ত করে দেখা হয়। কোরানে উক্ত বাক্য বিসমিল্লাহ অল-রহমান অল-রহিম থেকে এই সংখ্যার উৎপত্তি। এই বাক্যটিকেই ৭৮৬ সংখ্যায় প্রকাশ করা হয়। আরবিক অক্ষর দুটি পদ্ধতিতে লেখা হয়। প্রথম পদ্ধতিতে আলিফ বা তা থা ক্রমানুসারে লেখা হয়। আলিফকে সবসময় প্রথম অক্ষর রূপে লেখা হয়ে থাকে। এ ছাড়াও ইসলামে গণনা করার দ্বিতীয় পদ্ধতি হল আবজাদ। এর মধ্যে ১ থেকে শুরু করে ১০০০ পর্যন্ত প্রতিটি অক্ষরের সংখ্যা ভিত্তিক মান দেওয়া থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আরবী বা উর্দুতে এই সংখ্যাটি লিখলে তার যোগফল হবে ৭৮৬। এ কারণে ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটি ব্যক্তি এই সংখ্যাটিকে পবিত্র ও আল্লাহের রূপ মনে করেন। এই বাক্যের উর্দু অনুবাদ করলে দাঁড়ায়, 'আল্লাহের নামে শুরু করছি। যিনি অত্যন্ত দয়ালু ও সদয় হৃদয়ের।' অনেকে মনে করেন যে আল্লাহের নাম কাগজের টুকরোয় লেখা উচিত নয়। এ কারণে তাঁরা ৭৮৬ সংখ্যাটি ব্যবহার করেন।


হিন্দু ধর্মে ৭৮৬ সংখ্যার মাহাত্ম্য


এই সংখ্যাটি শুধু ইসলাম ধর্মের সঙ্গেই জড়িত নয়। বরং হিন্দু ধর্মের সঙ্গেও এর বিশেষ যোগ রয়েছে। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ৭৮৬ সংখ্যার মোট যোগফল ২১। আবার ২১ সংখ্যার যোগফল ৩। এই ৩ সংখ্যাটিকে সমস্ত ধর্মে অত্যন্ত শুভ ও বিশেষ মনে করা হয়ে থাকে। মনে করা হয় যে ৩ সংখ্যাটি ব্যক্তির জীবনে ভাগ্যের কারক হয়ে দাঁড়ায়। আবার সনাতন ধর্মে ত্রিলোকের উল্লেখ পাওয়া যায়, এই লোকগুলি হল স্বর্গলোক, পৃথিবী লোক ও পাতাল লোক। স্বর্গ লোকের সঙ্গে ৭ সংখ্যার যোগ রয়েছে, আবার পৃথিবী লোক ৮ ও পাতাল লোক ৬ সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত।


ওম ও ৭৮৬ সংখ্যার সম্পর্ক


হিন্দু ধর্মের পবিত্র শব্দ ওম আত্মা ও ব্রহ্মাণ্ডের ধারক। বেদ, উপনিষদ ও হিন্দি বইয়েপ সূচনা ও শেষে এই ওম শব্দটি ব্যবহার করা হয়েছে। ইসলাম ধর্মে ডান থেকে বাঁ দিকে লেখা হয়। হিন্দু ধর্মে ঠিক এর বিপরীত বাঁ থেকে ডান দিকে লেখার রীতি প্রচলতি আছে। দেবনাগরি লিপিতে ৭৮৬ সংখ্যাটি লিখলে তাতে ওম-এর ছবি অনুভব করতে পারবেন।


সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভে সহায়ক ৭৮৬ সংখ্যা


কিছু কিছু সংখ্যাকে যদি সঠিক ভাবে ব্যবহার করা যায়, তা হলে সেটি ইতিবাচক শক্তি লাভ করে। এমনই একটি সংখ্যা হল ৭৮৬। ভাগ্য ও সমৃদ্ধিকে এই সংখ্যার মাধ্যমে দেখা হয়। অনেকেই বাড়ি বা গাড়ির নম্বরের সামনে ৭৮৬ সংখ্যাটি লেখা থাকে। এই সংখ্যা লেখা টাকা প্রত্যেকে নিজের কাছে রেখেদেন ব্যয় করেন না। আবার অনেকে এই সংখ্যার লটারির টিকিট কিনে রাখেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ৭৮৬ সংখ্যাটি আমাদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.