এই কয় উপায় প্যাক তৈরি করুন অ্যাভোকাডো অয়েল দিয়ে, দূর হবে চুলের যাবতীয় সমস্যা
ODD বাংলা ডেস্ক: চুল নিয়ে নানান সমস্যা লেগে থাকে। চুল পড়া, খুশকি থেকে রুক্ষ্ম চুলের সমস্যায় ভুগে থাকেন অনেকে। চুলের এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন অ্যাভোকাডো অয়েল। এই কয় উপায় অ্যাভোকাডো অয়েল দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক। এতে মিলবে উপকার।
ডিমের কুসুম ও অ্যাভোকাডো অয়েল দিয়ে বানিয়ে নিন হেয়ার মাস্ক। একটি পাত্রে ডিমের কুসুম নিন। তাতে মেশান অ্যাভোকাডো অয়েল। ভালো করে মিশিয়ে নিন। এবার স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন বানাতে পারেন হেয়ার মাস্ক। এটি চুলের জন্য বেশ উপকারী।
একটি পাত্রে পরিমাণ মতো অ্যাভোকাডো অয়েল নিন। নিন সম পরিমাণ নারকেল তেল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্পে লাগান। এবার একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে নিন। তা ভালো নিঙরে নিন। এবার তা তোয়ালে মুড়ে নিন। ঠান্ডা হলে খুলে ফেলুন। অন্তত ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুল হবে নরম।
খুশকি দূর করতে বেশ উপকারী অ্যাভোকাডো অয়েল। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন অ্যাভোকাডো অয়েল। অ্যাভোকাডো অয়েল দিয়ে প্যাক বানান। কিংবা অ্যাভোকাডো অয়েল অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহারে মিলবে উপকার।
চুলের ঘনত্ব বৃদ্ধিতে অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারেন। অ্যাভোকাডো অয়েল তৈরি প্যাক কিংবা অ্যাভোকাডো অয়েল দিয়ে ম্যাসাজে মিলবে উপকার। চুল পড়ার সমস্যা যাদের অধিক দেখা যায়। তেমনই চুলের ঘনত্ব বৃদ্ধিতে ব্যবহার করুন অ্যাভোকাডো অয়েল।
অ্যাভোকাডো অয়েল ডগা চেরার সমস্যায় দূর হবে। এতে নানান উপকারী উপাদান আছে। যা চুলের ডগা চেরার সমস্যা মুহূর্তে দূর করে। মেনে চলুন এই বিশেষ টিপস।
ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি-৬ এর মতো উপাদান আছে অ্যাভোকাডো অয়েলে। এটি চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। এতে আছে অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান। যা চুলের জন্য বেশ উপকারী। এতে পটাসিয়াম, আয়রনের মতোও উপাদান আছে। এটি ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। এতে ব্রণ দূর হবে।
এবার থেকে মেনে চলুন এই সকল ঘরোয়া টোটকা। এই কয় উপায় প্যাক তৈরি করুন অ্যাভোকাডো অয়েল দিয়ে, সহজে দূর হবে চুলের যাবতীয় সকল সমস্যা।
Post a Comment