১৫ মিনিট ওয়াশিং মেশিনের ভিতর ঘুরে অবশেষে কোমা থেকে ফিরল মিরাকল চাইল্ড

ODD বাংলা ডেস্ক: সাবানগোলা জল ভর্তি ওয়াশিং মেশিনের মধ্যে পড়ে গিয়েছিল এক দেড় বছরের শিশু। প্রায় ১৫ মিনিট পর্যন্ত মেশিনের ভিতরই ছিল সে। সাবান জলের মধ্যে কার্যত নাকানি চোবানি খেয়েও জীবীত অবস্থায় উদ্ধার হয় শিশুটি। এরপর সাতদিন কোমা এবং ১২ দিন হাসপাতালে মরণ বাঁচন লড়াইয়ের পর অবশেষে দ্বিতীয় জীবন পেল একরত্তি।তবে তাকে উদ্ধারের পর তার দেহে প্রাণবায়ু প্রায় ক্ষীণ ছিল। পালস পাওয়া যাচ্ছিল না। ব্লাড প্রেসারও অত্।ধিক কম ছিল। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বসন্ত কুঞ্জের ফর্টিস হাসপাতালে।১২ দিন হাসপাতালে চলে যমে মানুষে টানাটানি। কোমায় চলে গিয়েছিল শিশুটি। এর মধ্যে সাতদিনই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করে সে। খুলে নেওয়া হয় শিশুটির ভেন্টিলেটর। মা-বাবাকে দেখে চিহ্বিত করতে শুরু করে শিশুটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.