কাশ্মীরি পণ্ডিত খুনের পরই তুঙ্গে সেনা অভিযান, ভূস্বর্গে নিকেশ জেহাদি
ODD বাংলা ডেস্ক: ভূস্বর্গে ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিতরা। আইএসআইয়ের অঙ্গুলিহেলনে কাশ্মীরকে রক্তাক্ত করছে জেহাদিরা। এহেন পরিস্থিতে সন্ত্রাস দমনে আরও দ্রুত অভিযান শুরু করেছে সেনাবাহিনী। মঙ্গলবার এমনই এক অভিযানে নিহত হয়েছে এক জঙ্গি।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার কাশ্মীরের অবন্তিপোরায় জঙ্গিদের ডেরার সন্ধান পাওয়া যায়। তারপরই ওই এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে সেনা, আধাসেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। উত্তর দেন জওয়ানরাও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর খতম হয় এক জঙ্গি। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
Post a Comment