টাকা আসলেও থাকে না! প্রচুর আয় করলেও অভাব ঘোচে না এই ৫ রাশির
ODD বাংলা ডেস্ক: সুখী ও সমৃদ্ধ জীবন কাটাতে টাকার প্রয়োজন আমরা কেউ অস্বীকার করতে পারি না। টাকা রোজগার করার পাশাপাশি খারাপ সময়ের কথা মাথায় রেখে সঞ্চয় করাও জরুরি। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ এমন আছেন, যাঁরা প্রচুর টাকা রোজগার করলেও সেই টাকা ধরে রাখতে পারেন না। এঁরা যেমন দু-হাতে আয় করেন, তেমনই দু-হাতে ব্যয় করেন। অর্থাত্ টাকা এঁদের কাছে আসলেও বেশিক্ষণ থাকে না। ফলে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজনের সময় দেখা যায় এঁদের হাত ফাঁকা।
মনে রাখবেন টাকা রোজগার করা যেমন একটা দক্ষতা, সেই টাকা ধরেও রাখতেও কিন্তু দক্ষতার প্রয়োজন পড়ে। বিলাসবহুল জীবন কাটাতে গিয়ে খারাপ সময়ে একেবারে হাতশূন্য হয়ে যাওয়া কোনও কাজের কথা নয়। মনে রাখবেন, আপনি আজ রোজগার করতে পারছেন, কিন্তু আগামিকালও যে পারবেন, তার কোনও নিশ্চয়তা নেই। সেই কারণে তাই সঞ্চয় খুবই জরুরি। জ্যোতিষ বলছে এই পাঁচ রাশির জাতকরা দু-হাতে রোজগার করলেও সেই টাকা ধরে রাখতে পারেন না।
মিথুন রাশি
অত্যন্ত খরুচে প্রকৃতির হন মিথুন রাশির জাতকরা। শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য এরা অকারণে প্রচুর অর্থ ব্যয় করেন। কোথায় কত টাকা খরচ করা উচিত, সেই সম্পর্কে সম্যক ধারণা থাকে না মিথুন রাশির জাতকদের। সেই কারণে বেশিরভাগ সময় এঁরা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ফেলেন। সেই কারণে আয় করেও মিথুনের জাতকরা টাকা ধরে রাখতে পারেন না।
সিংহ রাশি
নিজেকে সবার চোখে আকর্ষণীয় করে রাখতে চান সিংহ রাশির জাতকরা। সেই কারণে দু-হাতে খরচ করতে এঁরা কুণ্ঠিত নন। লোককে দেখানোর জন্য অকারণে প্রচুর অর্থ ব্যয় করেন সিংহ রাশির জাতকরা। এঁরা শুধু নিজেদের জন্য় টাকা খরচ করেন তাই নয়, অন্যের উপরেও অকাতরে টাকা উড়িয়ে যান। অকারণে শপিং করা, দামী জিনিস কেনা এঁদের নেশা। সেই কারণে খারাপ সময়ের জন্য সঞ্চয় করে রাখতে পারেন না সিংহ রাশির জাতকরা।
তুলা রাশি
সব বিষয়েই অত্যন্ত ব্যালান্সড হন তুলা রাশির জাতকরা। সব কিছুতেই ভারসাম্য বজায় রাখতে পারেন এঁরা। শুধু খরচের ব্যাপারেই সব ভারসাম্য হারিয়ে ফেলেন তুলা রাশির জাতকরা। টাকা-পয়সা ম্যানেজ করার বিষয়টি মোটেও ভালো পারেন না এঁরা। সেই কারণে অনেক টাকা রোজগার করেও বেশি সঞ্চয় এঁদের কখনোই থাকে না। এই বিষয়ে আর একটু সচেতন হলে অনেক সম্পদশালী হওয়ার ক্ষমতা রয়েছে তুলা রাশির জাতকদের মধ্যে।
বৃশ্চিক রাশি
বিলাসবহুল জীবন কাটাতে ভালোবাসেন বৃশ্চিক রাশির জাতকরা। সেই কারণে বিলাসিতার পেছনে এঁরা জলের মতো অর্থ ব্যয় করেন। টাকা খরচ করার সময় আগুপিছু চিন্তাভাবনা করেন না বৃশ্চিক রাশির জাতকরা। অত্যন্ত নাক উঁচু প্রকৃতির হন এঁরা। সেই কারণে কমদামী কোনও কিছুতেই এঁদের মন ওঠে না। তাই খারাপ সময়ের জন্য সঞ্চয় করে রাখতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরাও প্রচুর খরচ করতে ভালোবাসেন। এঁরা প্রায় সব সময়ই কিছু না কিছু কেনেন। প্রয়োজন না থাকলেও জিনিস কিনে যান কুম্ভ রাশির জাতকরা। আসলে শপিং করার মধ্যে দারুণ আনন্দ খুঁজে পান কুম্ভ রাশির জাতকরা। সেই কারণে অর্থ সঞ্চয় করার চেষ্টা করলেও এঁদের সেই চেষ্টা ফলপ্রসু হয় না বেশিরভাগ সময়ই।
Post a Comment